kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sanjoy, muza & habib wahid - ekla duniya كلمات أغنية

Loading...

[intro]
ওরে ও…
ওরে ও…

[chorus: habib wahid]
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়

[verse: habib wahid]
কত না একসাথে পথ চলা বাকি
স্বপ্নের সাথী তুমি যে আমার
দিবানিশি আসো তুমি আনমনে
খেয়ালে ভাসে কথা যে তোমার

[chorus: habib wahid]
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়

[verse 2: habib wahid, muza]
পাহাড়_নদী সবই কাছে ভালোবাসার মেলবন্ধনে
তোমার সাথে সব স্বপ্ন ফোটে উঠে জীবনে
ঝিঁঝিঁতে ভরে যায় রাত
তোমার ছুঁয়ে গেছে হাত
মনে হয় যেন লেখা গাঁথা
আমাদের মনের গোপন সব কথা
[chorus: habib wahid]
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়

[post_chorus: muza, habib wahid]
তুমি আমি ভালোবাসা
দুই প্রাণ এক দোলা
তুমি আমি ভালোবাসা
এক আকাশের তারা
তুমি আমি ভালোবাসা
দুই প্রাণ এক দোলা
তুমি আমি ভালোবাসা
এক আকাশের তারা

[chorus: habib wahid]
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়
থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরায়
জ্বলে আগুন জ্বলে আমার একলা দুনিয়ায়

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...