sanjeeb chaudhury - ei noshto shohore كلمات الأغنية
এই নষ্ট শহরে
এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান
সকল খিস্তি খেউর রাজা উজির মেরে
মাস্তানি সব সেরে
বিকেল বেলা তোমার বাড়ির লাগোয়া পথ ধরে
যাচ্ছে যখন ফিরে
ভুলে নাহয় দিয়েই ছিল শিস
হাত ছিল নিশপিশ
ছুঁড়ে নাহয় দিয়েই ছিল চিঠি!
স্বীকার করে বলি
এসব কাণ্ড খারাপ ছেলে করে
আর স্বীকার করে বলি
এসব কাণ্ড খারাপ ছেলে করে।
তবু মেয়েপ্রেম তবু তার মিথ্যে ছিল না
মিথ্যে ছিল না।
এই নষ্ট শহরে
নাম না জানা যেকোন মাস্তান।
এই প্রেমের উপস্থাপন
জানি তেমন ভদ্র শোভন নয়
তার চিঠির ব্যাকরণভর্তি ভুলে বলার মত নয়
শুধু তোমার নামটি ছাড়াশুদ্ধ কিছুই লিখতে জানে না।
আর স্বীকার করে বলিসে কিছুতেই যোগ্য তোমার নয়
আর স্বীকার করে বলিসে কিছুতেই যোগ্য তোমার নয়।
তবু মেয়েপ্রেম তবু তার মিথ্যে ছিল নামিথ্যে ছিলো না।
এই নষ্ট শহরেনাম না জানা যেকোন মাস্তান।
সে যে বছর যুদ্ধে গিয়েছিল
ভেবেছিল পাবে তোমার প্রেম
ইস্পাতে বারুদে সে তার প্রানতোমার পায়ে সঁপে দিয়েছিল।আজ স্বীকার করে বলতুমি তাকে মিথ্যে বলেছিলে
ও মিথ্যেবাদী মেয়েতুমি তাকে মিথ্যে বলেছিলে।
আজ স্বীকার করে বলতুমি তাকে মিথ্যে বলেছিলে
ও মিথ্যেবাদী মেয়েতুমি তাকে মিথ্যে বলেছিলে।
কেন মিথ্যে বলেছিলেকেন মিথ্যে বলেছিলে??
এই নষ্ট শহরেনাম না জানা যেকোন মাস্তান।
এই নষ্ট শহরেনাম না জানা যেকোন মাস্তান।
كلمات أغنية عشوائية
- shiny ruby - снова и снова (again and again) كلمات الأغنية
- ghofran - غفران - mostafez - مستفز كلمات الأغنية
- jesús eduardo - creo كلمات الأغنية
- a. g. cook - bewitched كلمات الأغنية
- sammy rash - wake up break up كلمات الأغنية
- ozuu - szyberdach كلمات الأغنية
- radio haw - heaven-bent كلمات الأغنية
- shxmy - v růžové zahradě كلمات الأغنية
- al d-tal - tu ángel caído كلمات الأغنية
- strangedays(nu metal) - guided by voices كلمات الأغنية