sandipan roy - ekla akaash (male vocals) كلمات الأغنية
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেশে
শুধু তোমায় ভালবেসে
আমার দিন গুলো সব রং চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
তুমি চোখ মেল্লেই ফুল ফুটেছে আমার ছাঁদে এসে
ভোরের শিশির মুখ ছুয়ে যায় তোমায় ভালবেসে
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেশে
শুধু তোমায় ভালবেসে…
আমার ক্লান্ত মন, ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম, পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন
ঘর ভরা দুপুর, আমার একলা থাকার সুর
রোদ গাইতো, আমি ভাবতাম তুমি কোথায়, কতো দূর
আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
আমার একলা আকাশ চাঁদ ছিনেছে তোমার হাসি হেঁসে
শুধু তোমায় ভালবেসে…
অলস মেঘলা মন, আমার আবছা ঘরের কোন
চেয়ে রইতো, শুনতে চাইতো
তুমি আসবে আর কখন
শান্ত ঘুঘুর ডাক, ধুলো মাখা বইয়ের তাক
জেন বলছে, বলে চলছে থাক অপেক্ষাতেই থাক
আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেশে
শুধু তোমায় ভালবেসে
আমার দিন গুলো সব রং চিনেছে তোমার কাছে এসে
শুধু তোমায় ভালবেসে
كلمات أغنية عشوائية
- bros - hesitating كلمات الأغنية
- cacti - time to wake up (coe remix) كلمات الأغنية
- cem özkan - telefon كلمات الأغنية
- santamaria - eu fui eu كلمات الأغنية
- wiess - i had to know كلمات الأغنية
- ciarán cooney - tipping it up to nancy كلمات الأغنية
- thefrenchv - dehors كلمات الأغنية
- não recomendados - baile كلمات الأغنية
- emel sayın - ağlar gezerim كلمات الأغنية
- hoodbaby peppa - go كلمات الأغنية