
samina chowdhury - hei samalo lyrics
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
হেই সামালো ধান হো
কাস্তেটা দাও শাণ হো
জান কবুল আর মান কবুল
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো
হেই সামালো ধান হো
কাস্তেটা দাও শাণ হো
জান কবুল আর মান কবুল
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
[verse]
চিনি তোমায় চিনি গো
জানি তোমায় জানি গো
সাদা হাতির কালা মাহুত তুমি নও
জান কবুল আর মান কবুল
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো
[chorus]
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
[verse]
পঞ্চাশে লাখ প্রাণ দিসি
মা_বোনেদের মান দিসি
কালোবাজার আলো কর তুমি না
জান কবুল আর মান কবুল
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো
[chorus]
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
[instrumental_break]
[verse]
যে শুইনাছে আমার দেশের গাঁও_গেরামের গান
নানান রঙয়ের নানান রসে, ভইরাছে তার প্রাণ
যে শুইনাছে আমার দেশের গাঁও_গেরামের গান
নানান রঙয়ের নানান রসে, ভইরাছে তার প্রাণ
জপ_কীর্তন, ভাসান_জারি
গাজীর গীত আর কবি সারি
জপ_কীর্তন, ভাসান_জারি
গাজীর গীত আর কবি সারি
আমার এই বাংলাদেশের বয়াতিরা
নাইচা নাইচা কেমন গায়
বাংলাদেশের
আমার এই বাংলাদেশের বয়াতিরা
নাইচা নাইচা কেমন গায়
ওরা তাদের মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওরা তাদের মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে_পায়ে
ওরা কথায় কথায়…
ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে_পায়ে
ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়
[chorus]
হেই সামালো হেই সামালো
হেই সামালো হেই সামালো
[verse]
কইতো যাহা আমার দাদায়
কইছে তাহা আমার বাবায়
কইতো যাহা আমার দাদায়
কইছে তাহা আমার বাবায়
এখন কও দেখি ভাই
মোর মুখে কি অন্য কথা শোভা পায়
কও দেখি ভাই
এখন কও দেখি ভাই
মোর মুখে কি অন্য কথা শোভা পায়
ওরা তাদের মুখের ভাষা কাইড়া নিতে চায়
মোরা তুলবনা ধান পরের গোলায়
মরবনা আর ক্ষুধার জ্বালায় মরবনা
মোরা তুলবনা ধান পরের গোলায়
মরবনা আর ক্ষুধার জ্বালায় মরবনা
ধার জমিতে লাঙ্গল চালাই
ঢের সয়েছি আর তো মোরা সইবনা
ধার জমিতে লাঙ্গল চালাই
ঢের সয়েছি আর তো মোরা সইবনা
এই লাঙ্গল ধরা কড়া হাতের শপথ ভুলোনা
এই লাঙ্গল ধরা কড়া হাতের শপথ ভুলোনা
জান কবুল আর মান কবুল
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো
হেই সামালো ধান হো
কাস্তেটা দাও শাণ হো
জান কবুল আর মান কবুল
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো
হেই সামালো ধান হো
কাস্তেটা দাও শাণ হো
জান কবুল আর মান কবুল
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো
[outro]
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো
আর দেবনা আর দেবনা
রক্তে বোনা ধান মোদের প্রাণ হো
كلمات أغنية عشوائية
- local champion - noches sin sueño lyrics
- deep turtle - carrier lyrics
- polar dynasty - long journey lyrics
- serotonin - don't show mom lyrics
- htakerfamily - wtf con el profe canva lyrics
- md chefe - bet awards freestyle lyrics
- nyxtheshield - asgore (vocal remix) lyrics
- tóxico - new phone lyrics
- dray disaster - puro veneno lyrics
- 松田聖子 (seiko matsuda) - 硝子のプリズム (glass no prism) lyrics