
samim afran shanto - nisshesh - নিঃশ্বেষ كلمات أغنية
Loading...
পুড়ে যায় বুক হায়
পুড়ে যায় সব স্মৃতি
পুড়ে শেষ আছি বেশ
এ জাদুর শহরে
পুড়ে যায় বুক হায়
পুড়ে যায় সব স্মৃতি
পুড়ে শেষ আছি বেশ
অচেনা নগরে
সেই চোখ ওই ডায়েরির মাঝে বন্দী আছে যে
ওই রাস্তায় এলোমেলো চুলে হাটছে যেন কে
অভিযোগ আর ক্রোধ, ক্রমশ দুঃখ দিচ্ছে রোজ
অবহেলায় নাকি অবলীলায় জীবন কাটাচ্ছে বেশ
আমি নিঃশ্বাস
পুড়ে সব শেষ
আমি নিঃশেষ
পুরে সব শেষ
অদৃশ্য মায়াজালে মিছে দুনিয়ার অরবিটালে
তোমায় নিয়ে উড়ে চলে যাই
দু_চোখের আড়ালে তোমার সেই ছোঁয়াতে
বিচ্ছেদের গন্ধ খুঁজে পাই, (২x)
সেই চোখ ওই ডায়েরির মাঝে বন্দী আছে যে
ওই রাস্তায় এলোমেলো চুলে হাটছে যেন কে
অভিযোগ আর ক্রোধ, ক্রমশ দুঃখ দিচ্ছে রোজ
অবহেলায় না’হয় অবলীলায় জীবন কাটাচ্ছে বেশ
আমি নিঃশ্বাস
পুড়ে সব শেষ
আমি নিঃশেষ
পুরে সব শেষ
كلمات أغنية عشوائية
- stoneofficial - energizer bunny.(mercury) كلمات أغنية
- jill sobule - 25 cents (the end is near) كلمات أغنية
- jesse whistler - by the darkness كلمات أغنية
- rose171 - frames كلمات أغنية
- yonaka - lose our heads كلمات أغنية
- (me llamo) sebastián - laura كلمات أغنية
- speedydagoat - working outro كلمات أغنية
- saweetie - focused كلمات أغنية
- s13 (cge) - next up? كلمات أغنية
- vibe (korea) - 쉬고 싶다 (i want to rest) [acoustic version] كلمات أغنية