
samim afran shanto, ohin islam rupok & shahin kazi - e kolkata (এ কলকাতা) كلمات أغنية
lyricist by shahin kazi
ব্যাগ প্যাক পাসপোর্ট ভিসা
বাস বর্ডার ক্রস
ট্রেন, মেট্রোতে তলদেশ হয়ে
আমি আকাশের শহরে
মার্কুইজ স্ট্রিটের
গুলিস্তান গেস্ট হাউস
a09 কামরা, আস্তানা আমার
এ কলকাতা চির_প্রাচীন
এ কলকাতা চির_নতুন
এ কলকাতা আলোয় ভরা
এ কলকাতা..
হলুদ ট্যাক্সির জানালায় বসে
কলকাতা দেখে চোখ হৃদয় ভরে ওঠে
হাওড়া পাড়ের হিমেল হাওয়ার পরে
জমেছে আড্ডা কফির কাপে
ভিক্টোরিয়া শেষে
উত্তর কলকাতা দর্শনে
ভাবুক হয়েছে মন
ট্রামে চলতে চলতে
এ কলকাতা চির_প্রাচীন
এ কলকাতা চির_নতুন
এ কলকাতা আলোয় ভরা
এ কলকাতা..
এখানে রাতের শহরে অরোরা
রাস্তাগুলো ইতিহাসে ভরা
দিনের শহরে নক্ষত্রের ছোটা_ছুটি
টুপি ওয়ালা তিলক ওয়ালার ভারি দোস্তি
এ কলকাতা চির_প্রাচীন
এ কলকাতা চির_নতুন
এ কলকাতা আলোয় ভরা
এ কলকাতা..
এ কলকাতা চির_প্রাচীন
এ কলকাতা চির_রঙিন
এ কলকাতা আলোয় ভরা
এ কলকাতা রূপে ভরা
এ কলকাতা মায়ায় ভরা
এ কলকাতা প্রেমে ভরা
كلمات أغنية عشوائية
- senad hasani - tum hi ho (german remix) كلمات أغنية
- maxiim - deathbed كلمات أغنية
- kill traitor - parasite / scales ii كلمات أغنية
- steve moakler - you being you كلمات أغنية
- sincinaty - 5 etoile كلمات أغنية
- ダズビー (dazbee) - 忘れじの言の葉 (wasureji no kotonoha) كلمات أغنية
- golem who goes fish - alice hieroglyphics alice كلمات أغنية
- saveriodj - disco queen كلمات أغنية
- snout g - aaa كلمات أغنية
- allie sherlock - overthinking كلمات أغنية