
sallok feat. james - ja kichu bujacho كلمات أغنية
যা কিছু বুঝেছ তুমি প্রেমের শুরু তারওপর,
যা কিছু জেনেছ তুমি তাহার উপরে থাকেন ঈশ্বর।
যা কিছু হয়েছে সারা যেন তাম হয়নি হারা,
ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার। ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
যা কিছু চেয়েছ তুমি আপন মনের টানে,
যা কিছু দেখেছ তুমি নীল দুটি নয়নে।
যা কিছু পরেছে পিছে যেন তাম হয়নি মিছে,
ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
ওরে ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
যে জন দিয়েছে ফঁাকি যেন তাহারও রয়েছে বাকি,
শুভদিনের শুভস্বপ্নে,
মাতো সবাই নতুন নতুন ঘর আর নিরাশার পরেই শুরু নতুন আশার,
ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার। ওরে ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
যা কিছু বুঝেছ তুমি প্রেমের শুরু তারওপর,
যা কিছু জেনেছ তুমি তাহার উপরে থাকেন ঈশ্বর।
যা কিছু হয়েছে সারা যেন তাম হয়নি হারা,
ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার। ওরে ভাটার পরেই আসে নদীর বুকে সেই জোয়ার।
সারু
كلمات أغنية عشوائية
- branawaan - fire ant كلمات أغنية
- dethrone the corrupted - and a darkened rebirth كلمات أغنية
- chidinma - bless my hustle كلمات أغنية
- jon rivera - break from montreal كلمات أغنية
- luka shkibola - in the morning كلمات أغنية
- colidente - dimensão ambulante كلمات أغنية
- ryl0 - broke nobody كلمات أغنية
- olivia rodrigo - traitor (live from ”driving home 2 u”) كلمات أغنية
- david (freestyle) - your love كلمات أغنية
- rocket surgeons - heart's on you كلمات أغنية