![kalimah.top](https://kalimah.top/extra/logo.png)
sallok feat. james - ek mukhi rasta كلمات الأغنية
Loading...
বলো তুমি কোন পথে যাবে
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
(যোগ করেছেনঃ পাপন)
হেসে উঠি হো হো হো
দুঃখেও কাঁদি না
হায়রে অবুঝ নিয়ম
বুঝেও বুঝলি না।
গেয়ে উঠি মন টানে
মনও জানে না
হায়রে অবুঝ এ মন
চিনেও চিনলি না।
এই পথ যাবে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
বলো তুমি কোন পথে যাবে
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
(যোগ করেছেনঃ পাপন)
ধন্যবাদ।।।।
كلمات أغنية عشوائية
- the carter family - the winding stream كلمات الأغنية
- matt umland - time beyond me كلمات الأغنية
- whiteroom - out of my league كلمات الأغنية
- la smala - exosmal كلمات الأغنية
- the marshall tucker band - hillbilly band كلمات الأغنية
- camané - memórias de um chapéu كلمات الأغنية
- jemjemzac - bread (interlude) كلمات الأغنية
- 44wase - was sie will كلمات الأغنية
- king magnetic - watch out كلمات الأغنية
- the fall - a past gone mad كلمات الأغنية