
sallok feat. james - ek mukhi rasta كلمات أغنية
Loading...
বলো তুমি কোন পথে যাবে
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
(যোগ করেছেনঃ পাপন)
হেসে উঠি হো হো হো
দুঃখেও কাঁদি না
হায়রে অবুঝ নিয়ম
বুঝেও বুঝলি না।
গেয়ে উঠি মন টানে
মনও জানে না
হায়রে অবুঝ এ মন
চিনেও চিনলি না।
এই পথ যাবে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
বলো তুমি কোন পথে যাবে
একমুখী এই রাস্তা
একবার রওনা হলে
আর ফেরা যায় না
এই পথ গেছে চলে
এঁকেবেঁকে বহুদুরে
অন্তবিহীন
কি আছে পথের শেষে?
(যোগ করেছেনঃ পাপন)
ধন্যবাদ।।।।
كلمات أغنية عشوائية
- swallowed by the whale - something else كلمات أغنية
- lelani tobin - leave me alone كلمات أغنية
- cougar beatrice - in bold print كلمات أغنية
- lonely the brave - black mire كلمات أغنية
- frozen starfall - melancholic night كلمات أغنية
- paolo benvegnù - good morning, mr. monroe! كلمات أغنية
- dante dcasso - lick you كلمات أغنية
- carla's dreams - regina goală كلمات أغنية
- ceschi - electrocardiographs كلمات أغنية
- loserr - invisible كلمات أغنية