kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

salauddin ahmed - arun kanti kego كلمات الأغنية

Loading...

অরুণ-কান্তি কেগো যোগী ভিখারি।
নীরবে হেসে। দাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি ।।
রাসবিলাসিনী আমি আহিরিণী
শ্যামল-কিশোর-রূপ শুধু চিনি
অম্বরে হেরি আজ একি জ্যোতি-পূঞ্জ?
হে গিরিরাজপতি! কোথা গিরিধারী ।।
সম্বর সম্বর মহিমা তব
হে ব্রজেশ ভৈরব! আমি ব্রজবালা,
হে শিব সুন্দর! বাঘছাল পরিহর――
ধর নটবর বেশ পর নীপমালা।
নব-মেঘ-চন্দন ঢাকি’ অঙ্গ জ্যোতি
প্রিয় হ’য়ে দেখা দাও ত্রিভুবন পতি,
পার্ব্বতী নহি আমি, আমি শ্রীমতি,
বিষাণ ফিরিয়া হও বাঁশরী-ধারী।।

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...