
sakif mahbub zahin - আর্তনাদ - artonad كلمات أغنية
(verse_1)
আর্তনাদের স্তব্ধতায় জেগে দেখি আমি আমায়
কল্পনাতে থাকবে সবই শব্দহীন কবিতায়।
উদগীরিত ক্রোধে রক্তাক্ত মস্তিষ্ক
আহত করোটি ফেটে যায় সংকোচে।
বিকট সেই কান্নাতে কেটে গেছে অনেক সময়
হারিয়ে যেতে যে দিব না আমি আর।
(pre chorus)
ঘুম আপনি ঘুমিয়ে থাকে দু:সময়ে কাঁদতে, ঊনপঞ্চাশ বাতাস এসে হাসিয়ে দেয় স্বার্থে।
(chorus)
আর নয় কোনো বাঁধনে, মুক্ত সব চিন্তা
ভেবে যাব সেসব সংশয়ের সকল পন্থা।
ধ্বংস হয়ে যাক না, আমার এই মনটা
নিভৃতে নগ্ন হয়ে পড়ে থাকুক দেহটা।
(verse_2)
আজ আমায় নিয়ে অন্ধকার কেন খেলে?
এসে রাঙিয়ে দাও রংধনুর রঙে।
শোনো! তুমি হতে পারবে না মৃত, থেকে যাবে আমারই মত।
কেটে যাবে নিঃসঙ্গতায়, ভেবে যাবে তুমি একা থেকে।
শেষ সময় এসে পড়বে যখনই, বুঝে যাবে যে তখনই।
ছিলে তুমি তোমার সাথেই।
(pre chorus)
ঘুম আপনি ঘুমিয়ে থাকে দু:সময়ে কাঁদতে, ঊনপঞ্চাশ বাতাস এসে হাসিয়ে দেয় স্বার্থে।
(chorus)
আর নয় কোনো বাঁধনে, মুক্ত সব চিন্তা
ভেবে যাব সেসব সংশয়ের সব পন্থা।
ধ্বংস হয়ে যাক না, আমার এই মনটা
নিভৃতে নগ্ন হয়ে পড়ে থাকুক দেহটা।
(verse_3)
আর্তনাদের স্তব্ধতায় জেগে দেখি আমি আমায়
কল্পনাতে থাকবে সবই শব্দহীন কবিতায়।
ফিরে পেতে চাইলে অধরা রাগের সুর
ছাড় দিতে হবে আমাকে আমার সে বাজে ক্রুর।
©sakif mahbub zahin
كلمات أغنية عشوائية
- basick (베이식) - bad boys كلمات أغنية
- airbud - drove my truck to the city كلمات أغنية
- jacq malíq - nobody told me كلمات أغنية
- theory dropouts - bucket hats and fanny packs كلمات أغنية
- telquist - strawberry fields كلمات أغنية
- rob ace - stuck with it (interlude) كلمات أغنية
- dj blyatman - no problem كلمات أغنية
- voisper - christmas talk كلمات أغنية
- shaboozey - another me كلمات أغنية
- arrabal - el irlandes (feat. jane ces) كلمات أغنية