sahana bajpei - mor bhabonare كلمات الأغنية
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
তাহারে দেখি না যে দেখি না
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
তাহারে দেখি না যে দেখি না
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলোকেশ আকাশে
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলোকেশ আকাশে
সে যে মন মোর দিল আকুলি
সে যে মন মোর দিল আকুলি
জল_ভেজা কেতকীর দূর সুবাসে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
كلمات أغنية عشوائية
- king henry - deja vu كلمات الأغنية
- swipey & romilli - swagg sauce كلمات الأغنية
- kim ximya & d. sanders - process كلمات الأغنية
- sburad - ho i genitali in fiamma كلمات الأغنية
- donny electric - so i broke her heart كلمات الأغنية
- round 120 - everyoneindoubt كلمات الأغنية
- matthias - cuz she's hot كلمات الأغنية
- khai dreams - blue moon كلمات الأغنية
- miyo ft. tymek - będzie lepiej كلمات الأغنية
- jet jurgensmeyer - just another moment away كلمات الأغنية