
sahana bajpaie - tumi kon pothey je eley كلمات أغنية
তুমি কোন পথে যে এলে
এলে পথিক
আমি দেখি নাই তোমারে
তুমি কোন পথে যে এলে
হঠাৎ স্বপন সম…
হঠাৎ স্বপন সম দেখা দিলে বনেরই কিনারে
তুমি কোন পথে যে এলে
এলে পথিক
আমি দেখি নাই তোমারে
তুমি কোন পথে যে এলে
ফাগুনে যে বান ডেকেছে
মাটির পাথারে
ফাগুনে যে বান ডেকেছে
মাটির পাথারে
তোমার সবুজ পালে লাগলো হাওয়া
এলে জোয়ারে
ভেসে এলে জোয়ারে
যৌবনের জোয়ারে
তুমি কোন পথে যে এলে
এলে পথিক
আমি দেখি নাই তোমারে
তুমি কোন পথে যে এলে
কোন দেশে যে বাসা তোমার
কে জানে ঠিকানা?
কোন গানের সুরের তারে
তার পথের নাই নিশানা
কোন দেশে যে বাসা তোমার
কে জানে ঠিকানা?
কোন গানের সুরের তারে
তার পথের নাই নিশানা
তোমার সেই দেশেরই তরে
আমার মন যে কেমন করে
তোমার সেই দেশেরই তরে
আমার মন যে কেমন করে
তোমার মালার গন্ধে…
তোমার মালার গন্ধে তারই আভাস প্রাণে বিহারে
আমার প্রাণে বিহারে
তুমি কোন পথে যে এলে
এলে পথিক
আমি দেখি নাই তোমারে
তুমি কোন পথে যে এলে
হঠাৎ স্বপন সম…
হঠাৎ স্বপন সম দেখা দিলে বনেরই কিনারে
তুমি কোন পথে যে এলে
এলে পথিক
আমি দেখি নাই তোমারে
তুমি কোন পথে যে এলে
كلمات أغنية عشوائية
- lord esperanza - planète bleue كلمات أغنية
- alevela - come save me كلمات أغنية
- leftöver crack - rock the 4-track oz. كلمات أغنية
- soulja slim - u hear dat كلمات أغنية
- dwight yoakam - she'll remember كلمات أغنية
- favorite blue - change by me كلمات أغنية
- pia toscano - all by myself كلمات أغنية
- kazen - fall away كلمات أغنية
- hunter - niewolność كلمات أغنية
- devin townsend project - blackberry كلمات أغنية