kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sahana bajpaie - tomra ja bolo tai balo كلمات أغنية

Loading...

[chorus]
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো

[verse 1]
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে

[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো

[verse 2]
এই পাগল হাওয়া
কী গান গাওয়া
পাগল হাওয়া
কী গান গাওয়া
ছড়িয়ে দিয়ে গেল
আজি সুনীল গগনে

[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো

[verse 3]
সে গান আমার লাগলো যে গো
লাগলো মনে
আমি কিসের মধু
খুঁজে বেড়াই
ভ্রমরগুঞ্জনে
সে গান আমার লাগলো যে গো
লাগলো মনে
আমি কিসের মধু
খুঁজে বেড়াই
ভ্রমরগুঞ্জনে

[bridge]
ওই আকাশ ছাওয়া
কাহার চাওয়া
আকাশ ছাওয়া
কাহার চাওয়া
এমন ক’রে লাগে
আজি আমার নয়নে

[chorus]
তোমরা যা বলো তাই বলো
আমার লাগে না মনে
যা বলো তাই বলো

[outro]
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
আমার যায় বেলা
বয়ে যায় বেলা
কেমন বিনা কারণে
তোমরা যা বলো তাই বলো
তোমরা যা বলো তাই বলো

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...