sahana bajpaie - tomay gaan shonabo كلمات الأغنية
Loading...
তোমায় গান শোনাবো
তাই তো আমায় জাগিয়ে রাখো
ওগো ঘুম_ভাঙানিয়া
তোমায় গান শোনাবো
চমক দিয়ে তাই তো ডাকো
বুকে চমক দিয়ে তাই তো ডাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
এলো আঁধার ঘিরে
পাখি এলো নীড়ে
তরী এলো তীরে
এলো আঁধার ঘিরে
পাখি এলো নীড়ে
তরী এলো তীরে
শুধু আমার হিয়া বিরাম পায় নাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমার কাজের মাঝে মাঝে
কান্নাধারার দোলা তুমি থামতে দিলে না যে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে
বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
ওগো দুখজাগানিয়া
তোমায় গান শোনাবো
كلمات أغنية عشوائية
- d'angelo - spanish joint (acoustic demo) كلمات الأغنية
- ermete diara - ema stokholma كلمات الأغنية
- kaśka sochacka - wiśnia (ziela version) كلمات الأغنية
- hazen (metal band) - my fire كلمات الأغنية
- sofia portanet - real face كلمات الأغنية
- easydor - burazzz (intro) كلمات الأغنية
- private zero - someone else كلمات الأغنية
- taeisill - operation:100 كلمات الأغنية
- m.a.n. ii - last m.a.n. standing كلمات الأغنية
- deadboyboo - give me something i can feel كلمات الأغنية