
sahana bajpaie - tomarei koriachi jiboner dhrubotara كلمات أغنية
Loading...

তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
যেথা আমি যাই নাকো, তুমি প্রকাশিত থাকো
যেথা আমি যাই নাকো, তুমি প্রকাশিত থাকো
আকুল নয়নজলে ঢালো গো কিরণধারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে
তিলেক অন্তর হলে না হেরি কূল_কিনারা
তব মুখ সদা মনে জাগিতেছে সংগোপনে
তিলেক অন্তর হলে না হেরি কূল_কিনারা
কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি
কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে এ হৃদি
অমনি ও মুখ হেরি শরমে সে হয় সারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
এ সমুদ্রে আর কভু হব নাকো পথহারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা
كلمات أغنية عشوائية
- e nomine - psalm 23 كلمات أغنية
- e nomine - rueckkehr aus aegypten كلمات أغنية
- e nomine - vergeltung كلمات أغنية
- g g anderson - heut' geht's uns gut (so soll es bleiben) كلمات أغنية
- lacrimosa - die sehnsucht in mir كلمات أغنية
- dennis leo - pela net.com كلمات أغنية
- michael sullivan - i need somebody كلمات أغنية
- brian fallon - the blues mary كلمات أغنية
- beverly hills chihuahua - chihuahua كلمات أغنية
- justin timberlake - magic كلمات أغنية