
sahana bajpaie - tomar khola hawaa كلمات أغنية
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
সকাল আমার গেল মিছে
বিকেল যে যায় তারি পিছে গো
সকাল আমার গেল মিছে
বিকেল যে যায় তারি পিছে গো
রেখো না আর, বেঁধো না আর
কূলের কাছাকাছি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা
মাঝির লাগি আছি জাগি সকল রাত্রিবেলা
ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রূকুটিতে
ঝড়কে আমি করব মিতে
ডরব না তার ভ্রূকুটিতে
দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি
আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি
আমি ডুবতে রাজি আছি
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে
তোমার খোলা হাওয়া
كلمات أغنية عشوائية
- myko - paçoz كلمات أغنية
- jaytekz - scars كلمات أغنية
- otile brown - crush كلمات أغنية
- baby internet - meutrapemingles كلمات أغنية
- chapter 2: purp and smoke p1 - reezill كلمات أغنية
- josé madero - cara o cruz كلمات أغنية
- reborn jason - cintura in testa كلمات أغنية
- oddział zamknięty - obudź się كلمات أغنية
- cinsera - everything is chrome in the future كلمات أغنية
- bijou vanguard - l.b.d.g. (la bella del ghetto) كلمات أغنية