
sahana bajpaie - oi je jhorer megher كلمات أغنية
Loading...
ওই_যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই_যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই_যে ঝড়ের মেঘের…
ওরই গানের তালে তালে, আমে, জামে, শিরীষ শালে
নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে
কল্লোলে, কল্লোলে
ওই_যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই_যে ঝড়ের মেঘের…
আমার দুই আঁখি ওই সুরে
যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে
দূরে, দূরে
আমার দুই আঁখি ওই সুরে
যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে
দূরে, দূরে
ভিজে হাওয়ায় থেকে থেকে কোন সাথি মোর যায় যে ডেকে?
একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে
তোলে, তোলে
ওই_যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই_যে ঝড়ের মেঘের…
كلمات أغنية عشوائية
- exodus - 22 كلمات أغنية
- terra music & trip - let it burn كلمات أغنية
- blurman - it sounds كلمات أغنية
- arenka msl - маме (mommy) كلمات أغنية
- paul clayton - lassie gathering nuts كلمات أغنية
- bluhm - i just keep on feeling fine كلمات أغنية
- untiljapan - not home كلمات أغنية
- j balvin - no te olvido كلمات أغنية
- марк рид (mark rid) - велик كلمات أغنية
- broadburn - persona كلمات أغنية