sahana bajpaie - oi je jhorer megher كلمات الأغنية
Loading...
ওই_যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই_যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই_যে ঝড়ের মেঘের…
ওরই গানের তালে তালে, আমে, জামে, শিরীষ শালে
নাচন লাগে পাতায় পাতায় আকুল কল্লোলে
কল্লোলে, কল্লোলে
ওই_যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই_যে ঝড়ের মেঘের…
আমার দুই আঁখি ওই সুরে
যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে
দূরে, দূরে
আমার দুই আঁখি ওই সুরে
যায় হারিয়ে সজল ধারায় ওই ছায়াময় দূরে
দূরে, দূরে
ভিজে হাওয়ায় থেকে থেকে কোন সাথি মোর যায় যে ডেকে?
একলা দিনের বুকের ভিতর ব্যথার তুফান তোলে
তোলে, তোলে
ওই_যে ঝড়ের মেঘের কোলে
বৃষ্টি আসে মুক্তকেশে আঁচলখানি দোলে
দোলে, দোলে
ওই_যে ঝড়ের মেঘের…
كلمات أغنية عشوائية
- hamza susic - nikada ne gubim كلمات الأغنية
- woop - we shoot كلمات الأغنية
- 257ers - rockos modernes leben كلمات الأغنية
- dank dave - get sauced كلمات الأغنية
- jordan critz - somehow كلمات الأغنية
- dutch rebelle - air it out كلمات الأغنية
- emre aydın - son defa كلمات الأغنية
- shadow isaiah - this old town كلمات الأغنية
- tito y su torbellino - equivocado كلمات الأغنية
- a.d aka billboard classics - yahtzee كلمات الأغنية