sahana bajpaie - mor bhabonaarey كلمات الأغنية
[chorus]
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
[verse 1]
তাহারে দেখি না যে দেখি না
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
তাহারে দেখি না যে দেখি না
শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়
বাজে অলখিত তারি চরণে
বাজে অলখিত তারি চরণে
রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি
[refrain]
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
[verse 2]
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা
গোপন স্বপনে ছাইল
অপরশ আঁচলের নব নীলিমা
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলোকেশ আকাশে
উড়ে যায় বাদলের এই বাতাসে
তার ছায়াময় এলোকেশ আকাশে
সে যে মন মোর দিল আকুলি
সে যে মন মোর দিল আকুলি
জল_ভেজা কেতকীর দূর সুবাসে
[refrain]
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
[chorus]
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে
হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে
كلمات أغنية عشوائية
- young boy dream - chinaman كلمات الأغنية
- bumble beezy & джарахов - saint-peterbrooklyn كلمات الأغنية
- natasha bedingfield - can't let go كلمات الأغنية
- jang beom june - 빗속으로 (to the rain) كلمات الأغنية
- amazarashi - メーデーメーデー | mayday mayday كلمات الأغنية
- ēriks ešenvalds - rivers of light كلمات الأغنية
- boosie badazz - bonnie and clyde كلمات الأغنية
- four bitchin' babes - the doctor كلمات الأغنية
- dreammarket boys global - nox diss كلمات الأغنية
- a-f-r-o - keep it movin كلمات الأغنية