sahana bajpaie - maya كلمات الأغنية
বন্দে মায়া লাগাইসে, পিরীতি শিখাইসে
বন্দে মায়া লাগাইসে, পিরীতি শিখাইসে
দেওয়ানা বানাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
বন্দে মায়া লাগাইসে, পিরীতি শিখাইসে
বন্দে মায়া লাগাইসে, পিরীতি শিখাইসে
দেওয়ানা বানাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
বসে ভাবি নিরালা
আগে তো জানি না বন্দের পিরীতির জ্বালা
বসে ভাবি নিরালা
আগে তো জানি না বন্দের পিরীতির জ্বালা
হায় গো, ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইসে
হায় গো, ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইসে
দেওয়ানা বানাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
আমি কি বলিবো আর
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার
আমি কি বলিবো আর
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার
হায় গো, প্রাণ বন্দের পিরীতে আমায় পাগল করেছে
হায় গো, প্রাণ বন্দের পিরীতে আমায় পাগল করেছে
দেওয়ানা বানাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
পাগল আব্দুল করিম গায়
ভুলিতে পারি না আমার মনে যারে চায়
পাগল আব্দুল করিম গায়
ভুলিতে পারি না আমার মনে যারে চায়
হায় গো, কুলনাশা পিরীতের নেশায় কুল ও মান গেছে
হায় গো, কুলনাশা পিরীতের নেশায় কুল ও মান গেছে
দেওয়ানা বানাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
বন্দে মায়া লাগাইসে, পিরীতি শিখাইসে
বন্দে মায়া লাগাইসে, পিরীতি শিখাইসে
দেওয়ানা বানাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
كلمات أغنية عشوائية
- vin’s - égalité كلمات الأغنية
- daniela castillo - mira tras de ti كلمات الأغنية
- cristian castro - diez mil lágrimas (primera fila - live version) كلمات الأغنية
- rashaann - hourglass كلمات الأغنية
- lil gleb$tar - prada glasses freestyle كلمات الأغنية
- toxic field mice - trying to كلمات الأغنية
- bibi (korean) - restlees (신경쓰여) كلمات الأغنية
- mc algot - tillbakakaka كلمات الأغنية
- elina konstantopoulou - όταν θα με χάνεις (otan tha me haneis) كلمات الأغنية
- faske, johnny loves me - 4:45 كلمات الأغنية