
sahana bajpaie - maya كلمات أغنية
বন্দে মায়া লাগাইসে, পিরীতি শিখাইসে
বন্দে মায়া লাগাইসে, পিরীতি শিখাইসে
দেওয়ানা বানাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
বন্দে মায়া লাগাইসে, পিরীতি শিখাইসে
বন্দে মায়া লাগাইসে, পিরীতি শিখাইসে
দেওয়ানা বানাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
বসে ভাবি নিরালা
আগে তো জানি না বন্দের পিরীতির জ্বালা
বসে ভাবি নিরালা
আগে তো জানি না বন্দের পিরীতির জ্বালা
হায় গো, ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইসে
হায় গো, ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইসে
দেওয়ানা বানাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
আমি কি বলিবো আর
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার
আমি কি বলিবো আর
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার
হায় গো, প্রাণ বন্দের পিরীতে আমায় পাগল করেছে
হায় গো, প্রাণ বন্দের পিরীতে আমায় পাগল করেছে
দেওয়ানা বানাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
পাগল আব্দুল করিম গায়
ভুলিতে পারি না আমার মনে যারে চায়
পাগল আব্দুল করিম গায়
ভুলিতে পারি না আমার মনে যারে চায়
হায় গো, কুলনাশা পিরীতের নেশায় কুল ও মান গেছে
হায় গো, কুলনাশা পিরীতের নেশায় কুল ও মান গেছে
দেওয়ানা বানাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
বন্দে মায়া লাগাইসে, পিরীতি শিখাইসে
বন্দে মায়া লাগাইসে, পিরীতি শিখাইসে
দেওয়ানা বানাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইসে
كلمات أغنية عشوائية
- silverdon - סילברדון - try - מנסים كلمات أغنية
- vader (pl) - the eye of the abyss كلمات أغنية
- wavy jone$ - lake of fire كلمات أغنية
- mf goon - cereal killa كلمات أغنية
- el último ke zierre - amor de cuarto oscuro كلمات أغنية
- fightstar - paint your target - acoustic كلمات أغنية
- yung foe - ya ey كلمات أغنية
- tarsem jassar - rebel كلمات أغنية
- kangur - mała كلمات أغنية
- mastodon - halloween كلمات أغنية