
sahana bajpaie - kon puraaton praaner taaney كلمات أغنية
Loading...
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে পুব_বাতাসে
চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে পুব_বাতাসে
মল্লার গান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ_গানে
গানে…
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল
অঙ্গে সে মোর দেয় দোলা যে
অঙ্গে সে মোর দেয় দোলা যে
লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
আজ এই মেঘের শ্যামল মায়ায়
সেই বাণী মোর সুরে আনে
আনে…
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
كلمات أغنية عشوائية
- don santo - amina salima wangara كلمات أغنية
- v $ x v prince - novый (intro) كلمات أغنية
- sirovica - modeli كلمات أغنية
- l3no ms - two of us كلمات أغنية
- kreezy millz - o nigga كلمات أغنية
- virgingod - creeper كلمات أغنية
- soulextract - anomaly كلمات أغنية
- michael motorcycle - sumb كلمات أغنية
- chris j (artist) - intense كلمات أغنية
- zell - lo que dicen كلمات أغنية