sahana bajpaie - kon puraaton praaner taaney كلمات الأغنية
Loading...
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে পুব_বাতাসে
চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে পুব_বাতাসে
মল্লার গান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ_গানে
গানে…
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল
অঙ্গে সে মোর দেয় দোলা যে
অঙ্গে সে মোর দেয় দোলা যে
লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
আজ এই মেঘের শ্যামল মায়ায়
সেই বাণী মোর সুরে আনে
আনে…
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
كلمات أغنية عشوائية
- northlane - 4d (triple j live at the wireless) كلمات الأغنية
- crtrap oficial - no los vi كلمات الأغنية
- gapman - maj كلمات الأغنية
- the rainbow collections - incy wincy spider كلمات الأغنية
- дима фефилов (dima fefilov) & райга (raiga) - #panicattacs كلمات الأغنية
- diana di - sex bitch كلمات الأغنية
- cowardlycrow - skeleton كلمات الأغنية
- julio tkt - vienen y van كلمات الأغنية
- humay aslanova - bilmədin كلمات الأغنية
- мокери (moxckery) - биполярочка (bipolar) كلمات الأغنية