
sahana bajpaie - kon puraaton praaner taaney lyrics
Loading...
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে পুব_বাতাসে
চোখ ডুবে যায় নবীন ঘাসে
ভাবনা ভাসে পুব_বাতাসে
মল্লার গান প্লাবন জাগায় মনের মধ্যে শ্রাবণ_গানে
গানে…
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল
অঙ্গে সে মোর দেয় দোলা যে
অঙ্গে সে মোর দেয় দোলা যে
লাগল যে দোল বনের মাঝে
লাগল যে দোল
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
যে বাণী ওই ধানের ক্ষেতে আকুল হল অঙ্কুরেতে
আজ এই মেঘের শ্যামল মায়ায়
সেই বাণী মোর সুরে আনে
আনে…
কোন পুরাতন প্রাণের টানে
ছুটেছে মন
ছুটেছে মন মাটির পানে
কোন পুরাতন প্রাণের টানে
Random Lyrics
- stavo - kalenji lyrics
- carlos arroyo, nicky jam & jeon - morena lyrics
- kei leeza - deadset lyrics
- santamaria - amar querer acreditar lyrics
- jacquie lee - contour lyrics
- himehina - フリコドウル (furikodouru) lyrics
- f4 (ita) - sciolti lyrics
- shannon dooks - doubts lyrics
- no.feelings - sanpaku lyrics
- pictureplane - sungazer lyrics