
sahana bajpaie - ki gabo aami ki shonabo كلمات أغنية
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃতনামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কেমনে বর্ণিব তোমার রচনা
কেমনে রটিব তোমার করুণা
কেমনে বর্ণিব তোমার রচনা
কেমনে রটিব তোমার করুণা
কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে
তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে
অসীম আকাশ নীলশতদল তোমার কিরণে সদা ঢলঢল
অসীম আকাশ নীলশতদল তোমার কিরণে সদা ঢলঢল
তোমার অমৃতসাগর_মাঝারে ভাসিছে অবিরামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
كلمات أغنية عشوائية
- ransom & v don - hit list كلمات أغنية
- kidd (pol) - babo sza كلمات أغنية
- those who dream - true sight كلمات أغنية
- buddie (rock) - break of the sun كلمات أغنية
- rafoo - nu pot să mint كلمات أغنية
- dorota - lajki كلمات أغنية
- seven impale - lemma كلمات أغنية
- magic-o-metal - the metal twins كلمات أغنية
- heburch - boisterous كلمات أغنية
- do not resurrect - deadervant's haunt كلمات أغنية