sahana bajpaie - ki gabo aami ki shonabo كلمات الأغنية
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃতনামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কেমনে বর্ণিব তোমার রচনা
কেমনে রটিব তোমার করুণা
কেমনে বর্ণিব তোমার রচনা
কেমনে রটিব তোমার করুণা
কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে
তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে
অসীম আকাশ নীলশতদল তোমার কিরণে সদা ঢলঢল
অসীম আকাশ নীলশতদল তোমার কিরণে সদা ঢলঢল
তোমার অমৃতসাগর_মাঝারে ভাসিছে অবিরামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
كلمات أغنية عشوائية
- the onlookers - houseman (with strings) كلمات الأغنية
- fleet foxes - featherweight كلمات الأغنية
- yunng zamy - moon (todas las noches) كلمات الأغنية
- green day - green day - boulevard of broken dreams كلمات الأغنية
- bgunny - itdbecool كلمات الأغنية
- prince ferg, meducation - back to basics كلمات الأغنية
- wounds of recollection - limping away from the water كلمات الأغنية
- timmy trumpet & vengaboys - up & down كلمات الأغنية
- doc aquatic - crazy in the night كلمات الأغنية
- dre polo - don’t tell nobody كلمات الأغنية