
sahana bajpaie - jakhan esechile andhokare lyrics
Loading...
যখন এসেছিলে, যখন এসেছিলে
অন্ধকারে চাঁদ ওঠে নি সিন্ধুপারে
চাঁদ ওঠে নি
যখন এসেছিলে, যখন এসেছিলে
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে জেনেছিলেম
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে জেনেছিলেম
প্রাণে তোমার পরশখানি বেজেছিল গানের তারে
যখন এসেছিলে, যখন এসেছিলে
তুমি গেলে যখন একলা চলে
চাঁদ উঠেছে রাতের কোলে
চাঁদ উঠেছে
তুমি গেলে যখন
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে মালা তোমার
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে মালা তোমার
বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে
যখন এসেছিলে, যখন এসেছিলে
অন্ধকারে চাঁদ ওঠে নি সিন্ধুপারে
চাঁদ ওঠে নি
যখন এসেছিলে, যখন এসেছিলে
Random Lyrics
- heather mac - questions lyrics
- liro shaq - pin pon lyrics
- yung deprive - innocence lyrics
- mach-hommy & tha god fahim - cento percento lyrics
- café quijano - otra vez lyrics
- saara aalto - don't deny our love lyrics
- budgie beats - elevator to heaven (reprise) lyrics
- chi coltrane - the tree lyrics
- danny rivers - movin' in lyrics
- sophie rose - famous lyrics