
sahana bajpaie - jakhan esechile andhokare كلمات أغنية
Loading...
যখন এসেছিলে, যখন এসেছিলে
অন্ধকারে চাঁদ ওঠে নি সিন্ধুপারে
চাঁদ ওঠে নি
যখন এসেছিলে, যখন এসেছিলে
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে জেনেছিলেম
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে জেনেছিলেম
প্রাণে তোমার পরশখানি বেজেছিল গানের তারে
যখন এসেছিলে, যখন এসেছিলে
তুমি গেলে যখন একলা চলে
চাঁদ উঠেছে রাতের কোলে
চাঁদ উঠেছে
তুমি গেলে যখন
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে মালা তোমার
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে মালা তোমার
বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে
যখন এসেছিলে, যখন এসেছিলে
অন্ধকারে চাঁদ ওঠে নি সিন্ধুপারে
চাঁদ ওঠে নি
যখন এসেছিলে, যখন এসেছিলে
كلمات أغنية عشوائية
- ani hastings - filler كلمات أغنية
- superp0s - spacetime كلمات أغنية
- flansie - siccinmymind كلمات أغنية
- enima - deep days كلمات أغنية
- slough of despair - burial of sanity كلمات أغنية
- j.j. sanders - protecting my peace كلمات أغنية
- phil wickham - god of revival (acoustic) كلمات أغنية
- cp record - odyssey (prod. cp paco) كلمات أغنية
- frankham & love - only you know كلمات أغنية
- manges - alles was ich seh كلمات أغنية