sahana bajpaie - jakhan esechile andhokare كلمات الأغنية
Loading...
যখন এসেছিলে, যখন এসেছিলে
অন্ধকারে চাঁদ ওঠে নি সিন্ধুপারে
চাঁদ ওঠে নি
যখন এসেছিলে, যখন এসেছিলে
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে জেনেছিলেম
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে জেনেছিলেম
প্রাণে তোমার পরশখানি বেজেছিল গানের তারে
যখন এসেছিলে, যখন এসেছিলে
তুমি গেলে যখন একলা চলে
চাঁদ উঠেছে রাতের কোলে
চাঁদ উঠেছে
তুমি গেলে যখন
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে মালা তোমার
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে মালা তোমার
বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে
যখন এসেছিলে, যখন এসেছিলে
অন্ধকারে চাঁদ ওঠে নি সিন্ধুপারে
চাঁদ ওঠে নি
যখন এসেছিলে, যখন এসেছিলে
كلمات أغنية عشوائية
- michael constantino - linkin park mashup كلمات الأغنية
- vertical horizon - one day كلمات الأغنية
- xtravert - lies كلمات الأغنية
- caliban - delusion كلمات الأغنية
- tilian - let her go كلمات الأغنية
- hedninger - dreams of fimbulwinter كلمات الأغنية
- naraka - my ravens كلمات الأغنية
- britt - along for the ride كلمات الأغنية
- uanmness - this word كلمات الأغنية
- yomi - unnskyld كلمات الأغنية