
sahana bajpaie - eto din jey boshey chilem كلمات أغنية
Loading...
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়
এ কী গো বিস্ময়
অবাক আমি তরুণ গলার গান শুনে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী
গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী
তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়
এ কী গো বিস্ময়
অস্ত্র তোমার গোপন রাখ কোন তূণে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
كلمات أغنية عشوائية
- chauncey666 - k hole كلمات أغنية
- buddy rich - can't we be friends? كلمات أغنية
- 渡辺麻友 (watanabe mayu) - 太陽と散歩 (walk with the sun) كلمات أغنية
- llvme - vettonia كلمات أغنية
- sweetie pie - singing for my dinner كلمات أغنية
- dengue - josé t. borda كلمات أغنية
- nnoc - ich hab es erlebt كلمات أغنية
- dino mansik - i lov u كلمات أغنية
- peruzzi - matrimony كلمات أغنية
- gloupigloup x nayn - trafik légal (intro) كلمات أغنية