sahana bajpaie - eto din jey boshey chilem كلمات الأغنية
Loading...
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়
এ কী গো বিস্ময়
অবাক আমি তরুণ গলার গান শুনে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী
গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী
কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী
তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়
এ কী গো বিস্ময়
অস্ত্র তোমার গোপন রাখ কোন তূণে
দেখা পেলেম ফাল্গুনে
এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে
كلمات أغنية عشوائية
- interface - body flow (system syn remix) كلمات الأغنية
- yzomandias - prachy v mojí hlavě كلمات الأغنية
- suicide commando - unterwelt (reaper remix) كلمات الأغنية
- theesatisfaction - earthee كلمات الأغنية
- emtooci - coup d'pouce كلمات الأغنية
- love and theft - everybody drives drunk كلمات الأغنية
- arc ian - best offense كلمات الأغنية
- nova shine - jarrab t3ich bdmaghek كلمات الأغنية
- cherub - best friend's t-shirt/saudia كلمات الأغنية
- the alchemist - d block to qb كلمات الأغنية