
sahana bajpaie - ektai porichoy كلمات أغنية
আজকাল আমি প্রায়
সারা সকাল প্যারালাইজড
হয়ে বোতল আধঘুমের ভেতর
চোখ খুলি, চোখ বুজি
এই টেবিলেই তোকে খুঁজি
দেখি ছায়ার মতো মুখ কত শত
আজকাল আমি প্রায়
সারা সকাল প্যারালাইজড
হয়ে বোতল আধঘুমের ভেতর
চোখ খুলি, চোখ বুজি
এই টেবিলেই তোকে খুঁজি
দেখি ছায়ার মতো মুখ কত শত
এ শরীরে একদম রক্ত নেই আমার
এ শরীরে একদম রক্ত নেই
তোর আমার একটাই পরিচয়
দু’জনেরই কাঁচা অভিনয়
দু’জনের শব্দের অপচয়
তোর আমার একটাই পরিচয়
দু’জনেরই ধরা পড়ার ভয়
দু’জনের ভুলে ধুলোময়
কিছু বিশাল কালো রাত
আমি মেঝেতেই কুপোকাত
হয়ে পাখার মতো চক্রাকারে ঘুরি
তোর কাপড় মেলার দিন
আজ শূন্য রেলিং
আমি পাথর হয়ে যাই পুরোপুরি
এ শরীরে একদম রক্ত নেই আমার
এ শরীরে একদম রক্ত নেই
তোর আমার একটাই পরিচয়
দু’জনেরই কাঁচা অভিনয়
দু’জনের শব্দের অপচয়
তোর আমার একটাই পরিচয়
দু’জনেরই ধরা পড়ার ভয়
দু’জনের ভুলে ধুলোময়
আজকাল আমি প্রায়
সারা সকাল প্যারালাইজড
হয়ে বোতল আধঘুমের ভেতর
كلمات أغنية عشوائية
- vincent vallières - stone كلمات أغنية
- puhuva kone - ei oo كلمات أغنية
- shwayze & cisco - do you feel the love كلمات أغنية
- isaac hayes - medley: going to chicago blues/misty كلمات أغنية
- macho man randy savage - let's get it on كلمات أغنية
- lil wayne - way of life كلمات أغنية
- detox - heartaches كلمات أغنية
- big yami - how deep كلمات أغنية
- taigenz - lemme ball كلمات أغنية
- jmi sissoko - si j'avais su كلمات أغنية