sahana bajpaie - ekta chele كلمات الأغنية
একটা ছেলে মনের আঙিনাতে
ধীর পায়েতে এক্কা_দোক্কা খেলে
বন পাহাড়ি ঝর্ণা খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে
একটা ছেলে মনের আঙিনাতে
ধীর পায়েতে এক্কা_দোক্কা খেলে
বন পাহাড়ি ঝর্ণা খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে
আমি তো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে
আমি তো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে
সেই ছেলেটা হঠাৎ এলো মনে
সেই ছেলেটা হঠাৎ এলো মনে
ছোট্ট আমি দুষ্টু আমি সেজে
কেমন যেন হলাম জড়সড়
আকাশ ভরা তারার আলো দেখে
বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে
বুক ভরা আবেগটুকু ঢেকে
হঠাৎ করে হয়ে গেলাম বড়
বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে
বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে
كلمات أغنية عشوائية
- skarpretter - the pigs are out tonight كلمات الأغنية
- skarface - hate and rage كلمات الأغنية
- skin of tears - up the cups كلمات الأغنية
- skeeter davis - he loved me too little كلمات الأغنية
- sizzla - show a little love كلمات الأغنية
- sioen - wash away كلمات الأغنية
- skarpretter - she's got a knife كلمات الأغنية
- six feet under - molest dead كلمات الأغنية
- skepticism - pendulum كلمات الأغنية
- sinking ships - roads leading midwest كلمات الأغنية