
sahana bajpaie - ekta chele كلمات أغنية
একটা ছেলে মনের আঙিনাতে
ধীর পায়েতে এক্কা_দোক্কা খেলে
বন পাহাড়ি ঝর্ণা খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে
একটা ছেলে মনের আঙিনাতে
ধীর পায়েতে এক্কা_দোক্কা খেলে
বন পাহাড়ি ঝর্ণা খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে
আমি তো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে
আমি তো বেশ ছিলাম চুপিসারে
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে
সেই ছেলেটা হঠাৎ এলো মনে
সেই ছেলেটা হঠাৎ এলো মনে
ছোট্ট আমি দুষ্টু আমি সেজে
কেমন যেন হলাম জড়সড়
আকাশ ভরা তারার আলো দেখে
বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে
বুক ভরা আবেগটুকু ঢেকে
হঠাৎ করে হয়ে গেলাম বড়
বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে
বন পাহাড়ি ঝর্ণা বৃষ্টি ফেলে
আমায় বাসলো ভালো সেই ছেলে
كلمات أغنية عشوائية
- apek & husman - beaten hearts كلمات أغنية
- david munster - be true كلمات أغنية
- costa gold - nada bom كلمات أغنية
- marquess - el porompompero كلمات أغنية
- rjmrla - change كلمات أغنية
- first class affiliates - selfish كلمات أغنية
- sevin - like david كلمات أغنية
- shawn mendes - treat you better (live) كلمات أغنية
- the gathering - heroes for ghosts كلمات أغنية
- dr. dog - can't catch me كلمات أغنية