
sahana bajpaie - ei je tomar prem كلمات أغنية
Loading...
এই_যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই_যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই_যে পাতায় আলো নাচে সোনার বরন
হৃদয়হরণ
এই_যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই_যে মধুর আলসভরে
মেঘ ভেসে যায় আকাশ ‘পরে
এই_যে মধুর আলসভরে
মেঘ ভেসে যায় আকাশ ‘পরে
এই_যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ
হৃদয়হরণ
এই_যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
প্রভাত_আলোর ধারায় আমার নয়ন ভেসেছে
এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে
প্রভাত_আলোর ধারায় আমার নয়ন ভেসেছে
এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে
তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ থুয়েছে
তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ থুয়েছে
আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারি চরণ
হৃদয়হরণ
এই_যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
এই_যে পাতায় আলো নাচে সোনার বরন
হৃদয়হরণ
এই_যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ
كلمات أغنية عشوائية
- inflames - reflect the storm كلمات أغنية
- darlene zschech - faithful كلمات أغنية
- patty griffin - faded love كلمات أغنية
- de la soul - jenifa (taught me) [12" version] كلمات أغنية
- rent soundtrack - santa fe كلمات أغنية
- rent soundtrack - tango: maureen كلمات أغنية
- chris ledoux - cadillac ranch (dance club version) كلمات أغنية
- fountains of wayne - can't get it out of my head (live) كلمات أغنية
- alabama - love remains (mit christopher cross) كلمات أغنية
- ne yo - let me get this right [snippet] كلمات أغنية