
sahana bajpaie - arshinagar كلمات أغنية
আমি একদিনও না দেখিলাম তারে
বাড়ির কাছে আরশীনগর
সেথা পড়শী বসত করে
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে
বাড়ির কাছে আরশীনগর
সেথা পড়শী বসত করে
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে
গিরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা, নাই তরণী পাড়ে
গিরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা, নাই তরণী পাড়ে
বাঞ্ছা করি দেখবো তারে
বাঞ্ছা করি দেখবো তারে
কেমনে সেথা যাই রে
আমি কেমনে সেথা যাই রে
আমি একদিনও না দেখিলাম তারে
বাড়ির কাছে আরশীনগর
সেথা পড়শী বসত করে
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে
কি বলবো পড়শীর কথা
হস্ত-পদ, স্কন্ধ-মাথা নাই রে
কি বলবো পড়শীর কথা
হস্ত-পদ, স্কন্ধ-মাথা নাই রে
ক্ষণেক থাকে শূন্যের উপর
ক্ষণেক থাকে শূন্যের উপর
ক্ষণেক ভাসে নীড়ে
ও সে ক্ষণেক ভাসে নীড়ে
আমি একদিনও না দেখিলাম তারে
পড়শী যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো দূরে
পড়শী যদি আমায় ছুঁতো
যম যাতনা সকল যেতো দূরে
সে আর লালন একখানে রয়
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে
তবু লক্ষ যোজন ফাঁক রে
আমি একদিনও না দেখিলাম তারে
বাড়ির কাছে আরশীনগর
সেথা পড়শী বসত করে
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম তারে
كلمات أغنية عشوائية
- sammy j - there'll be someone at my funeral who doesn't want to be there كلمات أغنية
- condawgz - angry and alone كلمات أغنية
- tom gaebel - someone else كلمات أغنية
- sapte - urbanist sessions #026 كلمات أغنية
- capo geezy - demon girl كلمات أغنية
- aron wright - make it easy on you كلمات أغنية
- i have four names - violence and sloppy eating كلمات أغنية
- the inglorious m.o.b. - do you كلمات أغنية
- arizona zervas - roxanne (remix) كلمات أغنية
- lovejsan - who cares? كلمات أغنية