kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sahana bajpaie - amar sokol niye boshe achi كلمات أغنية

Loading...

আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়

যে জন দেয় না দেখা, যায় যে দেখে
ভালোবাসে আড়াল থেকে
দেয় না দেখা, যায় যে দেখে
ভালোবাসে আড়াল থেকে
আমার মন মজেছে সেই গভীরের
মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়

আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়
আমার সকল নিয়ে বসে আছি

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...