sahana bajpaie - amar nishitho rater badol dhara كلمات الأغنية
Loading...
আমার নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
ওগো অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
আমি চাই নে, আমি চাই নে
আমি চাই নে তপন, চাই নে তারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
যখন সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরণ করে
সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরণ করে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
দিয়ো গো, দিয়ো গো
আমার চোখের জলে দিয়ো সাড়া
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
كلمات أغنية عشوائية
- zébulon - r'viens pas trop tard كلمات الأغنية
- frank reyes - falso amor - mega mixhits كلمات الأغنية
- chaozz - bejt v pohodě كلمات الأغنية
- bobby gore - running man كلمات الأغنية
- global communication - 9:25 كلمات الأغنية
- aron can - ég meina كلمات الأغنية
- regulo caro - el nuevo rey كلمات الأغنية
- conjurer - behold the swine كلمات الأغنية
- teleman - travel song كلمات الأغنية
- lil tracy - tracy mcgrady in toyota (witchcraft shawty) كلمات الأغنية