
sahana bajpaie - amar nishitho rater badol dhara كلمات أغنية
Loading...

আমার নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
ওগো অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
অন্ধকারের অন্তরধন
দাও ঢেকে মোর পরান মন
আমি চাই নে, আমি চাই নে
আমি চাই নে তপন, চাই নে তারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
যখন সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরণ করে
সবাই মগন ঘুমের ঘোরে
নিয়ো গো, নিয়ো গো
আমার ঘুম নিয়ো গো হরণ করে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
একলা ঘরে চুপে চুপে
এসো কেবল সুরের রূপে
দিয়ো গো, দিয়ো গো
আমার চোখের জলে দিয়ো সাড়া
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
এসো হে গোপনে
আমার স্বপনলোকে দিশাহারা
নিশীথরাতের বাদলধারা
আমার নিশীথরাতের বাদলধারা
كلمات أغنية عشوائية
- quartetto cetra - la mano sul fuoco كلمات أغنية
- bely basarte - contigo كلمات أغنية
- josip paulić - pao mrak كلمات أغنية
- all directions - be proud كلمات أغنية
- tyler major - moss in the rain كلمات أغنية
- kwengface - dark days كلمات أغنية
- x (srb) - kažem dosta كلمات أغنية
- nyket - камеры (cameras) كلمات أغنية
- strapped! - girls gone wild 2 كلمات أغنية
- iriser - stay كلمات أغنية