
sahana bajpaie - aami kaan pete roi كلمات أغنية
[verse 1]
আমি কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন_দ্বারে বারে বারে
কান পেতে রই
কোন গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[chorus]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন_দ্বারে বারে বারে
কান পেতে রই
[verse 2]
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে
কোন রাতের পাখি গায় একাকী
রাতের পাখি গায় একাকী
সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[chorus]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন_দ্বারে বারে বারে
কান পেতে রই
[verse 3]
কে সে মোর কে বা জানে
কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে
কিছু তার বুঝি না বা
কে সে মোর, কে বা জানে
কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে
কিছু তার বুঝি না বা
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে
ও সে আমায় জানি পাঠায় বাণী
আমায় জানি পাঠায় বাণী
গানের তানে লুকিয়ে তারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[verse 1]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন_দ্বারে বারে বারে
কান পেতে রই
কোন গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[chorus]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন_দ্বারে বারে বারে
কান পেতে রই
كلمات أغنية عشوائية
- kingdow - bootakin كلمات أغنية
- bläck fööss - nemmt mich met كلمات أغنية
- aeternam - ascension كلمات أغنية
- walkie - динь-динь (ding-ding) كلمات أغنية
- broox - cafe bustelo كلمات أغنية
- roman spektor - cut the cool air كلمات أغنية
- latex diamond & sholo truth - con un billon de €'s كلمات أغنية
- kingdow - open road كلمات أغنية
- monny gray - dead air كلمات أغنية
- elijah holcomb - nightlife pleasures (freestyle) كلمات أغنية