sahana bajpaie - aami kaan pete roi كلمات الأغنية
[verse 1]
আমি কান পেতে রই
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন_দ্বারে বারে বারে
কান পেতে রই
কোন গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[chorus]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন_দ্বারে বারে বারে
কান পেতে রই
[verse 2]
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে
ভ্রমর সেথা হয় বিবাগি নিভৃত নীল পদ্ম লাগি রে
কোন রাতের পাখি গায় একাকী
রাতের পাখি গায় একাকী
সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[chorus]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন_দ্বারে বারে বারে
কান পেতে রই
[verse 3]
কে সে মোর কে বা জানে
কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে
কিছু তার বুঝি না বা
কে সে মোর, কে বা জানে
কিছু তার দেখি আভা, কিছু পাই অনুমানে
কিছু তার বুঝি না বা
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে
মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে
ও সে আমায় জানি পাঠায় বাণী
আমায় জানি পাঠায় বাণী
গানের তানে লুকিয়ে তারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[verse 1]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন_দ্বারে বারে বারে
কান পেতে রই
কোন গোপনবাসীর কান্নাহাসির গোপন কথা শুনিবারে বারে বারে
[refrain]
কান পেতে রই
[chorus]
আমি কান পেতে রই
ও আমার আপন হৃদয়গহন_দ্বারে বারে বারে
কান পেতে রই
كلمات أغنية عشوائية
- zülfiyyə xanbabayeva - son görüş كلمات الأغنية
- steve cousins - together كلمات الأغنية
- end of the world - my sleeping beauty كلمات الأغنية
- yori l'horrible - neverland كلمات الأغنية
- abd malik (dəyirman) - itirdim (akustik) كلمات الأغنية
- coletta - i know you so well كلمات الأغنية
- joey bakes - drift (feat. val vicious) كلمات الأغنية
- fef - memory (prod. capsctrl) كلمات الأغنية
- beta satan - party on the death star كلمات الأغنية
- oliver pee (revive) - cum boy كلمات الأغنية