kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sahana bajpaie – aaji jhorer raate tomar كلمات اغاني

Loading...

আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার
আকাশ কাঁদে হতাশ_সম
নাই যে ঘুম নয়নে মম
আকাশ কাঁদে হতাশ_সম
নাই যে ঘুম নয়নে মম
দুয়ার খুলি হে প্রিয়তম
চাই যে বারেবার
পরানসখা বন্ধু হে আমার
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার

বাহিরে কিছু দেখিতে নাহি পাই
তোমার পথ কোথায়, ভাবি তাই
বাহিরে কিছু দেখিতে নাহি পাই
তোমার পথ কোথায়, ভাবি তাই
সুদূর কোন নদীর পাড়ে
গহন কোন বনের ধারে
সুদূর কোন নদীর পাড়ে
গহন কোন বনের ধারে
গভীর কোন অন্ধকারে হতেছো তুমি পাড়
পরানসখা বন্ধু হে আমার
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার