
sahana bajpaie - aaj josna raatey كلمات أغنية
Loading...
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ বসন্তের এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ যাবো না
যাবো না গো, যাবো না যে
রইনু পড়ে ঘরের মাঝে
যাবো না গো, যাবো না যে
রইনু পড়ে ঘরের মাঝে
এই নিরালায়
এই নিরালায় রবো আপন কোণে
যাবো না এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ…
আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে, মুছতে হবে মোরে
আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে, মুছতে হবে মোরে
আমারে যে জাগতে হবে
কি জানি সে আসবে কবে!
আমারে যে জাগতে হবে
কি জানি সে আসবে কবে!
যদি আমায়
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ বসন্তের এই মাতাল সমীরণে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ জোছনা রাতে সবাই গেছে বনে
আজ…
كلمات أغنية عشوائية
- carla maffioletti - voglio amore كلمات أغنية
- skandaali - mä koitan كلمات أغنية
- arkeen - dudoso amor كلمات أغنية
- hablot brown - heaven كلمات أغنية
- lia marie johnson - like a god كلمات أغنية
- the infinite source - genji vs raiden [extended + remastered] كلمات أغنية
- rapsodos filologos - ενωμένη ευρώπη / enomeni evropi كلمات أغنية
- casar - 500 ps كلمات أغنية
- brandon_musiq - angelic 26 كلمات أغنية
- nu sace - high tec كلمات أغنية