
sagar sen feat. ujjwal bhattacharya - amar praner pore chole gelo ke كلمات أغنية
Loading...
আমার প্রাণের ‘পরে চলে গেল কে
বসন্তের বাতাসটুকুর মতো।
সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে–
ফুল ফুটিয়ে গেল শত শত।
সে চলে গেল, বলে গেল না– সে কোথায় গেল
ফিরে এল না।
সে যেতে যেতে চেয়ে গেল কী যেন গেয়ে
গেল–
তাই আপন-মনে বসে আছি কুসুমবনেতে।
সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর
দেশে গেছে,
যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে
গেছে রে–
মনে হল আঁখির কোণে আমায় যেন ডেকে গেছে
সে।
আমি কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে।
সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর।
সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর।
কুসুমবনের উপর দিয়ে কী কথা সে বলে গেল,
ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল।
হৃদয় আমার আকুল হল, নয়ন আমার মুদে এলে রে–
কোথা দিয়ে কোথায় গেল সে॥
كلمات أغنية عشوائية
- sally anthony - places كلمات أغنية
- luhrodneey - cancer كلمات أغنية
- néza (ita) - fast life كلمات أغنية
- twelvetweive - dumb كلمات أغنية
- put3ska - absolute كلمات أغنية
- مي سليم - samaah - سمعاه - mai selim كلمات أغنية
- rainbow rhymes - witchy witch brew كلمات أغنية
- daimajin - karatas كلمات أغنية
- xxylvii - strut my stuff كلمات أغنية
- jenna simons grande - no (vocal) rest for the wicked كلمات أغنية