sadzz & pakhandi - jhila (ঝিলা) كلمات الأغنية
[intro: sadzz]
yeah
aye, aye
double z
[verse 1: sadzz]
নাচ_নাচ রমণী কোমর দোলা তালে
টাকা উড়ে তোর উপরে পোলা কড়া চাল চালে
oh dayum! বাকি সব fame এর খোঁজে lame
প্রেম, ছ্যাকা, টাকা ফাঁকা, গরিবচোদা হইলি কেন? কহ
কেন কান্দস তুই ঘরে বইয়া খাইয়া ইয়াবা?
আবেগের গান শুইনা কস, “আর পারি না বাবা!”
হাঁপানি, খা_পানি, মদের বোতল ঝাকানি
দেশি পোলা দেশি rap কর, কেন বিদেশি আমদানি?
শব্দতে দম কম, মগজে মাল কম, সব অধম!
বই_পুস্তক ঘাইটা rap করস, বাজারে এডির দাম কম
যার মাথা, তার ব্যথা বাছাইয়ের আগে কর যাচাই
আমি কামাই জমাই উড়াই টাকা নীতি চলে সব ভাই ভাই
লে, হামলা, মামলা সামলা, দামড়া_কামলা
সব কামের আগে বেহাল,পরে কী খবর কন?
aye, কী খবর কন? ভয় পাইয়া চিপায় কেন gone?
এই zone _এ কী চলে যে ভায়া, তাইলে আইয়া খবর লন (yeah)
[chorus: sadzz]
ভেলকি, ভেলকি প্রতি flow_তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow_তে
ভেলকি, ভেলকি প্রতি flow_তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow_তে (মার পল্টি)
ভেলকি, ভেলকি প্রতি flow _তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow_তে
ভেলকি, ভেলকি প্রতি flow_তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow_তে, slow_তে
[verse 2: pakhandi]
এই ঘুম থেইকা উইঠা জনাব দরজা খুইলা paper লন
headline_এ বড় কইরা কী আছে লেহা কন? কন, কন
এই খেলায় কার আছে কত দম? কন,কন
এই scene_এ কেডা টিকে কতক্ষণ?
ভরা ভরা magic, এই flow_তে
এক ডাকে ভাইব্রাদার সব একজোটে
শব্দের ঊর্ধ্বে, পৌঁইছা যামু একদিন গন্তব্যে
fast_fast কাম নাইলে সব ধীরে_সুস্থে
ছন্দে ছন্দে হারাই যাবি শব্দের মায়াজালে
গানে গানে বাইচা থাকুম আমি সবার মনে
সুন্দরী রমণী নাচো তুমি তালে
মাথা দুলাও ছন্দে তালে_তালে
প্রতি টানে টানে let’s, let’s get it on
let’s, let’s get it on, কাকা খবর লন
let’s get it on, let’s, let’s get it on
শব্দের ঊর্ধ্বে এই ছন্দ ধারণ
[chorus: sadzz]
ভেলকি, ভেলকি প্রতি flow_তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow_তে
ভেলকি, ভেলকি প্রতি flow_তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow_তে (মার পল্টি)
ভেলকি, ভেলকি প্রতি flow _তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow_তে
ভেলকি, ভেলকি প্রতি flow_তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow_তে, slow_তে
ভেলকি, ভেলকি প্রতি flow_তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow_তে
ভেলকি, ভেলকি প্রতি flow_তে
ঝিলা দেহায় flip clip কেওবা আবার slow_তে, slow_তে
كلمات أغنية عشوائية
- kanye west - new angels كلمات الأغنية
- olivia ong - 海枯石爛 كلمات الأغنية
- tim maia - terna paixão كلمات الأغنية
- vita de vie - inimi surde كلمات الأغنية
- helion prime - life finds a way كلمات الأغنية
- cotes - tranquila كلمات الأغنية
- sitti - sedalam mana cintamu كلمات الأغنية
- tankurt feat. xir - bul beni (feat. xir) كلمات الأغنية
- cotes - inmerso en el lienzo كلمات الأغنية
- viper solfa - the toxic thousands كلمات الأغنية