
sabita chowdhury - ei bagane phool tola mana كلمات أغنية
Loading...
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
নিশিগন্ধা নিশীথে মন যে মাতায় দিবসে পড়ে থাকে পথের ধূলায়
শিউলি গোলাপ পারুল ফোটে ঝরে যায় দুদিনের হাসি খেলা দুদিনে ফুরায়
সবাই জানে সব দুদিনের সৌরভ শুধু মানেনা
সে তো ঝরতে জানেন
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
কে আপন কে বা যে পর জানা অজানা
দুনিয়া দুভাগ করা চেনা অচেনায়
হাজারো কাজে আছে হাজারো মানা
নিষেধের বাধায় সাধা কেবল না না না
সবাই জানে কথা শোনে যৌবন শুধু শোনেনা
সে তো ডরতে জানেনা
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
كلمات أغنية عشوائية
- 6'6 - catch me كلمات أغنية
- ale zéguer - quisiera que fueras él كلمات أغنية
- caleb flood - matador كلمات أغنية
- söhne mannheims - guten morgen (radio edit) كلمات أغنية
- bigboishy - bring the noise illinois كلمات أغنية
- nzoltan - score-z كلمات أغنية
- matthew oomen - the hunter's shed كلمات أغنية
- audio idols - ven conmigo (solamente tú) كلمات أغنية
- emu youth - won my heart كلمات أغنية
- broder daniel - lost in love - porta demo 940418 كلمات أغنية