sabita chowdhury - ei bagane phool tola mana كلمات الأغنية
Loading...
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
নিশিগন্ধা নিশীথে মন যে মাতায় দিবসে পড়ে থাকে পথের ধূলায়
শিউলি গোলাপ পারুল ফোটে ঝরে যায় দুদিনের হাসি খেলা দুদিনে ফুরায়
সবাই জানে সব দুদিনের সৌরভ শুধু মানেনা
সে তো ঝরতে জানেন
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
কে আপন কে বা যে পর জানা অজানা
দুনিয়া দুভাগ করা চেনা অচেনায়
হাজারো কাজে আছে হাজারো মানা
নিষেধের বাধায় সাধা কেবল না না না
সবাই জানে কথা শোনে যৌবন শুধু শোনেনা
সে তো ডরতে জানেনা
এই বাগানে ফুল তোলা মানা
সবাই জানে কথা শোনে বাতাস শুধু শোনেনা
সে তো পড়তে জানেনা
كلمات أغنية عشوائية
- rob ace - to live & die in ny كلمات الأغنية
- dd tápi - diss pro mascote da ortobom كلمات الأغنية
- fredo osama - them sirens pt 2 كلمات الأغنية
- lamb.mp3 - forgiver كلمات الأغنية
- johnny cash - the way worn traveler [personal file version] كلمات الأغنية
- talen miller - creative obsession 1 كلمات الأغنية
- mario hart - tu llegar كلمات الأغنية
- anirap (bra) - primitivo كلمات الأغنية
- lazy eyelids - glacier bay كلمات الأغنية
- david guetta - stay (don't go away) [the fanatix remix] كلمات الأغنية