
sabina yasmin - sab kata janala khule daona كلمات أغنية

সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইবো গাইবো বিজয়েরই গান
ওরা আসবে, চুপি চুপি
যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সবকটা জানালা খুলে দাওনা
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতির বেদনাতে
একাকার করে মন রাখতে নেই
ওরা আসবে, চুপি চুপি
কেউ যেন ভুল করে গেও নাকো
মন ভাঙা গান
সবকটা জানালা খুলে দাওনা
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে
ছড়িয়ে রাখো আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে, চুপি চুপি
কেউ যেন ভুল করে গেও নাকো
মন ভাঙা গান
সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইবো গাইবো বিজয়েরই গান
ওরা আসবে, চুপি চুপি
যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সবকটা জানালা খুলে দাওনা
সবকটা জানালা খুলে দাওনা
كلمات أغنية عشوائية
- toteking - ni de ellos ni de ellas كلمات أغنية
- eminence, soulero & memia - december (feat. memia) كلمات أغنية
- hamza - c'est pas cher كلمات أغنية
- kaveh feat. thawra - tahya falastin كلمات أغنية
- white knight instrumental - safe and sound كلمات أغنية
- last pawn - skizofreniik كلمات أغنية
- uv - jogaegui كلمات أغنية
- erutan - final fantasy ix كلمات أغنية
- soak - oh brother كلمات أغنية
- james spaite - effort كلمات أغنية