kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sabina yasmin - sab kata janala khule daona كلمات الأغنية

Loading...

সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইবো গাইবো বিজয়েরই গান
ওরা আসবে, চুপি চুপি

যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সবকটা জানালা খুলে দাওনা

চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতির বেদনাতে
একাকার করে মন রাখতে নেই
ওরা আসবে, চুপি চুপি
কেউ যেন ভুল করে গেও নাকো
মন ভাঙা গান
সবকটা জানালা খুলে দাওনা

আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে
আজ আমি সারানিশি থাকব জেগে
ঘরের আলো সব আঁধার করে
ছড়িয়ে রাখো আতর গোলাপ
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে, চুপি চুপি
কেউ যেন ভুল করে গেও নাকো
মন ভাঙা গান
সবকটা জানালা খুলে দাওনা
আমি গাইবো গাইবো বিজয়েরই গান
ওরা আসবে, চুপি চুপি
যারা এই দেশটাকে
ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সবকটা জানালা খুলে দাওনা
সবকটা জানালা খুলে দাওনা

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...