
sabina yasmin - ekti bangladesh كلمات أغنية
Loading...
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
তোমার স্বাধীনতা গৌরব ও সৌরভে
এনেছে আমার প্রাণের সৌর্যে রোদেরও সজীবতা।।
দিয়েছে সোনালি সুখি জীবনের দ্বীপ্ত অঙ্গীকার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
তোমার ছাঁয়া ঢাকা রৌদরে প্রান্তরে
দেখেছি অটল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা।।
জেনেছি তুমি জীবনে মরণে বিমুগদ্ধ চেতনার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
সারা বিশ্বের বিস্ময়, তুমি আমার অহংকার
كلمات أغنية عشوائية
- mark bautista - power of love كلمات أغنية
- rewind - ride in my caddy كلمات أغنية
- super junior - from u كلمات أغنية
- misery speaks - guilty as a sin كلمات أغنية
- mdc - black christmas كلمات أغنية
- memory tapes - plain material كلمات أغنية
- aztlan underground - nahui ollin كلمات أغنية
- mary coughlan - these boots are made for walking كلمات أغنية
- donnas - roll on down the highway كلمات أغنية
- sir michael rocks - now you do كلمات أغنية