kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sabina yasmin - din jetey jetey boley jai كلمات أغنية

Loading...

দিন যেতে যেতে বলে যায়

দিন যেতে যেতে বলে যায়

ওগো রাত তুমি মোরে দিয়ো না বিদায়
আবার আসবো ফিরে নতুন করে
জীবনের এই মধু আঙ্গিনায়
দিন যেতে যেতে বলে যায়

ফুল বলে, ঝরে আমি যাব না
সাত রং হয়ে শুধু থাকব
ভালবাসা নিয়ে আমি চিরদিন
স্বপ্নের পৃথিবীতে থাকব

তবুও তো দক্ষিণায়
ফুল ঝরে যায়
তবুও তো দক্ষিণায়
ফুল ঝরে যায়
অনাদারে কাঁদে সে যে বেদনায়
দিন যেতে যেতে বলে যায়

পাখি বলে, নিয়ের ছেড়ে যাব না
সাত সুরে গান শুধু গাইব
আনান্দ নিয়ে আমি চিরকাল
খেয়ালের তরীটি বাইব

তবুও তো নীলিমায়
পাখি উড়ে যায়
তবুও তো নীলিমায়
পাখি উড়ে যায়
ডানা ভেঙ্গে পরে থাকি অসহায়

দিন যেতে যেতে বলে যায়
ওগো রাত তুমি মোরে দিয়ো না বিদায়
আবার আসবো ফিরে নতুন করে
জীবনের এই মধু আঙ্গিনায়
দিন যেতে যেতে বলে যায়

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...