
sabiha mahbub - ami jodi arab hotam كلمات أغنية
আমি যদি আরব হতাম
– কাজী নজরুল ইসলাম
আমি যদি আরব হতাম
মদিনারই পথ
আমি যদি আরব হতাম
মদিনারই পথ
এই পথে মোর চলে যেতেন
এই পথে মোর চলে যেতেন
নূর নবী হজরত।
আমি যদি আরব হতাম মদিনারই পথ
পয়জা তাঁর লাগত এসে
আমার কঠিন বুকে
আমি ঝর্ণা হয়ে গলে যেতাম
অমনি পরম সুখে
সেই চিহ্ন বুকে পুরে
পালিয়ে যেতাম কোহ-ই-তুরে
চিহ্ন বুকে পুরে
পালিয়ে যেতাম কোহ-ই-তুরে
দিবানিশি করতাম তার
দিবানিশি করতাম তার
কদম জিয়ারত
আমি যদি আরব হতাম মদিনারই পথ
মা ফাতেমা খেলত এসে
আমার ধূলি লয়ে
আমি পড়তাম তার পায়ে লুটিয়ে
পড়তাম তার পায়ে লুটিয়ে
ফুলের রেণু হয়ে
ফুলের রেণু হয়ে
ফুলের রেণু হয়ে
হাসান হোসেন হেসে হেসে
নাচত আমার বক্ষে এসে
হাসান হোসেন হেসে হেসে
নাচত আমার বক্ষে এসে
চক্ষে আমার বইত নদী
চক্ষে আমার বইত নদী
পেয়ে সে ন্যামত।
আমি যদি আরব হতাম মদিনারই পথ
এই পথে মোর চলে যেতেন
এই পথে মোর চলে যেতেন
নূর নবী হজরত।
আমি যদি আরব হতাম মদিনারই পথ
আমি যদি আরব হতাম মদিনারই পথ
كلمات أغنية عشوائية
- john rose - fame كلمات أغنية
- 249toodope - alright كلمات أغنية
- topi saha - ahab كلمات أغنية
- tkm x pit - łzy كلمات أغنية
- matt redman - one day (when we all get to heaven) كلمات أغنية
- don jon taylor - one of a kind كلمات أغنية
- selfmy - highfive freestyle كلمات أغنية
- mev_n - foreign sex كلمات أغنية
- calinado - coasts كلمات أغنية
- yoshua - wxssup كلمات أغنية