
s i tutul - keu prem kore كلمات أغنية
Loading...
কেউ প্রেম করে,
কেউ প্রেমে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
আগেতো হয়নি এমন,
মন করে কেমন কেমন
ইচ্ছেরা যে উড়াল মারে,
কোথায় বারে বারে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
স্বপ্ন দেখি একা আমি,
হায়রে আজব পাগলামি
আমার হয়ে গেল কী যে,
উলট পালট আমি নিজে।
কেউ ভুল করে,
কেউ ভুলে পড়ে
আমার হয়েছে কোনটা,
জানে না এই মনটা।
كلمات أغنية عشوائية
- neil taculod - through christ كلمات أغنية
- tanner patrick - too much too soon كلمات أغنية
- wings of thanatos - vessels of flesh كلمات أغنية
- jaymes young - what is love كلمات أغنية
- reed deming - you're the only one كلمات أغنية
- tresor otshudi - encore y croire كلمات أغنية
- keaton henson - 10 am, gare du nord كلمات أغنية
- mowbeck - give so much كلمات أغنية
- fyfe - keep it together كلمات أغنية
- paul shortino - everybody can fly كلمات أغنية