
rupankar bagchi - sohag chand (from "17th september") كلمات أغنية
জীবনের জবর জং, পিতলে সোনার রঙ
ভিতরের প্রাণপাখি গান গাইতে জানে কি?
গ্ল্যামারের গরম বোল, সামার_এ জুতোর সোল
ছ্যাঁকাতে পুড়লে পরান মিটার মানে কি?
কেন লোকের তালে নাচো?
তুমি নিজের তালেই বাঁচো
কেউ নদীর নাচের ছন্দ জানে কি?
সোহাগ চাঁদ…
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
শোনো কাকের কথা এক
বলে, “ময়ূর, পেখম দেখ!”
তাকে ময়ূর বলে, “নাচতে জানো কি?”
এসে কাকের দলে যেই
মিশে নাচতে গেলো সেই
কি কান্ড হলো, খবর রাখো কি?
কেন লোকের তালে নাচো?
তুমি নিজের তালেই বাঁচো
কেউ নদীর নাচের ছন্দ জানে কি?
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
নিজে নিজের চাপেই শেষ
তুমি প্রেশার কুকার কেস
হয়ে ভিতর ভিতর ফুটছো কি টগবগ
আর বাইরে বেবাক চুপ
তুমি শান্ত বাটির স্যুপ
সেজে ভাবছো, পেলে বেটার হতো মদ
কেন লোকের তালে নাচো?
তুমি নিজের তালেই বাঁচো
কেউ নদীর নাচের ছন্দ জানে কি?
সোহাগ চাঁদ, সোহাগ চাঁদ…
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
كلمات أغنية عشوائية
- gentleman's dub club - midnight healing كلمات أغنية
- matt vanzetti - code yellow كلمات أغنية
- mississippi john hurt - here i am, oh lord, send me كلمات أغنية
- casanova - the old 50 كلمات أغنية
- ndi kacee zw - 22 mins كلمات أغنية
- ishango sound - èvè lagras (blessings) كلمات أغنية
- dirty south - i swear كلمات أغنية
- cazanova - freestyle ramdam part1 كلمات أغنية
- cardcaptorxp - joe dirt كلمات أغنية
- courage my love - low كلمات أغنية