rupankar bagchi - kharabayu boy bege كلمات الأغنية
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
হাঁই মারো, মারো টান, হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
হাঁই মারো, মারো টান, হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
হাঁই মারো, মারো টান, হাঁইয়ো, হাঁইয়ো
হাঁই মারো, মারো টান, হাঁইয়ো
শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার
নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার
শৃঙ্খলে বারবার ঝনঝন ঝঙ্কার
নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার
বন্ধন দুর্বার সহ্য না হয় আর
টলমল করে আজ তাই ও
হাঁই মারো, মারো টান, হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
গণি গণি দিন ক্ষণ, চঞ্চল করি মন
বোলো না যাই কি নাই যাই রে
সংশয় পারাবার অন্তরে হবে পার
উদ্বেগে তাকায়ো না বাইরে
গণি গণি দিন ক্ষণ, চঞ্চল করি মন
বোলো না যাই কি নাই যাই রে
সংশয় পারাবার অন্তরে হবে পার
উদ্বেগে তাকায়ো না বাইরে
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল
ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল
হোয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিয়ো তাল
জয়_জয় জয়গান গাইয়ো
হাঁই মারো, মারো টান, হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল
হাঁই মারো, মারো টান, হাঁইয়ো, হাঁইয়ো, হাঁইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
খরবায়ু বয় বেগে, চারিদিক ছায় মেঘে
ওগো নেয়ে, নাওখানি বাইয়ো
كلمات أغنية عشوائية
- glee cast - let me love you كلمات الأغنية
- ed sheeran - saturday كلمات الأغنية
- the decemberists - one engine كلمات الأغنية
- wyclef jean - historia كلمات الأغنية
- lloyd banks - no love كلمات الأغنية
- karina - love me some you كلمات الأغنية
- big krit - king pt. 2 كلمات الأغنية
- lloyd banks - cold corner 2 (eyes wide) كلمات الأغنية
- 2am club - love notes كلمات الأغنية
- mary j blige - this love is for you كلمات الأغنية