
rupam islam - ugrobaader guptoboi كلمات أغنية
ওহে পিয়ানো বাজবে কবে
বিমূর্ত থেকে মূর্ত হবে
ওহে লেখনী লিখছ কই
উগ্রবাদের গুপ্ত বই
রুখো অশনি আঙ্গুল ছোঁবে
আগুন অবচেতন ক্ষোভে
তুফান বেগে খুঁজতে হবে
সঞ্জীবনী মৃতের স্তবে
শুদ্ধবাদের দেউলেপনায়
ভাট মারানোর প্রস্তাবনায়
আদ্যপান্ত ভাবের দেনা
হাতুড়ে যত আবর্জনা
জ্বালাবে কবে সাজাবে কবে
কয়লা কালো-কে ধবধবে
ময়লা মনে জ্বালাও বাতি
(আর)পেছনপাকার পেছনে লাথি
ওঠো হে সৈন্য লড়তে হবে
নেতার মনে পড়তে হবে
শাসন শুধু ভাষণ নয়
আসল অস্ত্র সমন্বয়
দালাল যখন দলিল খোঁজে
বিষের মর্ম শহীদ বোঝে
চিবিয়ে কাগজ গিলছি ঢোঁক
রেভলিউশন সফল হোক
ড্রামার তোর দামামা রবে
ড্রামা-র শেষ দৃশ্যে হবে
বিসর্জিতা গ্র্যামার বই
শ্মশান চিতা আগুন খই
পুড়ছে ভাট পুড়ছে ভান
z মিলিয়ন প্রেমের গান
কষিয়ে মারো ঠাসিয়ে চড়
লাগুক গুলি বিঁধুক শর
ওহে গিটারি বাজনা তোলো
বজ্র সুরে গিটার সোলো
স্মৃতির ওমে লেপ তোশক
গরম করো শীতল শোক
হে সেনাপতি অস্ত্রাগারে
গিটারও আলো জ্বালতে পারে
অন্ধ মনে জ্বালিয়ে বাতি
পচনতন্ত্রের পেছনে লাথি
كلمات أغنية عشوائية
- mary bichner - throw stones كلمات أغنية
- arijit singh - tum hi ho كلمات أغنية
- ellen xylander - somebody كلمات أغنية
- joanna nicole - that's falling in love كلمات أغنية
- romel guevarra - draw me near كلمات أغنية
- dime store prophets - feels like rain كلمات أغنية
- supercell - my dearest كلمات أغنية
- daylight - revolution كلمات أغنية
- eric bellinger - night owls كلمات أغنية
- daylight - another day كلمات أغنية