rupam islam - phiriye dewar gaan كلمات الأغنية
Loading...
ভেবে ছিলাম তোকে ফিরিয়ে দেব আমি,
ভেবেছিলাম ঘুরে তাকাব না।
ভেবে ছিলাম তোকে পুড়িয়ে ফেলব আমি,
ভেবে ছিলাম উড়িয়ে দেব ছাই।
কিচ্ছু পারলাম না, শুধু বাড়লো জম্ভুম
সুখী গাল বোঝেনা কবিদের অসুখ।
পাতলা ঠোটের ডগায় সাজানো গল্পের খই,
তোকে ফিরিয়ে দেয়া উচিত অবশ্যই।
এভাবে গাছপালার স্নেহ দিয়ে ডাকা,
থাক সে পথ ফাকা, থাক তোর ডাকে সাড়া দেবনা দেবনা না না।
শত বসন্তের আদরে ঠিক রেখেছি বালিশে ঘুম, হাত পাতার ভাজে রাখা আমার এ ভাললাগা।
আমাকে ঘুড়ি ভাবে উড়াস না, নরম আঙুল কেটে যাবে, উপড়ে নেব নিজেকে।
كلمات أغنية عشوائية
- bigtitijuice - lollipop كلمات الأغنية
- cruel force - chants of mayhem كلمات الأغنية
- m.d.m.a (molly) - immortal كلمات الأغنية
- eric north - tell it like it is كلمات الأغنية
- noah jeans - parallax كلمات الأغنية
- bastard prod - vise le cœur كلمات الأغنية
- digibro - dick up out my bitch كلمات الأغنية
- the rabble - we are like ghosts (running away) كلمات الأغنية
- chamäleon quiz - coca cola كلمات الأغنية
- jinbo - beehive كلمات الأغنية