
rupam islam - neel rong chilo bhishon priyo كلمات أغنية
লা লা লা…..লারা লা লা লা লা
লালা লালালা লা লা লা লা লা
লারালালা লারা লা লারা লা লারা লা
সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ, অস্থির মন
আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়
সেদিনের মত কলেজের ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ,নীলচে সময়..
নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল
মনে পড়ে কি সেদিন,বলেছিলাম তোমায়?
আজ নীল রং এ মিশে গেছে লাল..
আজ রং চিনে নেবার আকাল..
নীল বাতাসেও বে_নীল ভেজাল,ভেসে বেড়ায়
আহা হা হা …যেতে দাও, সে দিনের মত
আহা হা হা …পেতে দাও, ,সে দিনের ক্ষত
আহা হা হা …নীল শরীরে তোমায় ছোঁব
আহা হা হা …নীল সাগরে ভাসিয়ে দেব
আহা হা হা …যেখানে সব বেড়া ভেঙে যায়
আহা হা হা …সেই দূর পাহাড়ের নীলিমায়
শুনি আজো সেই, দূরের তলব
বন্ধ ঘরের, সে পথের ঝলক
পথের সীমায়, পাথর ফলক…..
দেয় ডাক………..
শুনি আজো সেই দুরের তলব
বন্ধ ঘরেসে পথের ঝলক
পথের সীমায় পাথর ফলক……দেয় ডাক…..
ঝকঝকে রোদে কংক্রিট ভীড়
করে আসে ছায়া দেয় বাঁধে নীড়
অস্থির মন অজান্তে স্থির,বলে আজ থাক
নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল
মনে পড়ে কি সেদিন,বলেছিলাম তোমায়?
আজ নীল রং এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেও বে_নীল ভেজাল, ভেসে বেড়ায়..
আহা হা হা …যেতে দাও সে দিনের মত
আহা হা হা …পেতে দাও সে দিনের ক্ষত
আহা হা হা …নীল শরীরে তোমায় ছোঁব
আহা হা হা …নীল সাগরে ভাসিয়ে দেব
আহা হা হা …যেখানে সব বেড়া ভেঙে যায়
আহা হা হা …সেই দূর পাহাড়ের নীলিমায়
সেদিনও ছিল, দুপুর এমন
ঝকঝকে রোদ, অস্থির মন
আর ঘড়ি কাঁটায়. তখন..প্রশ্রয়..
নানানা না না না.. নানা না না না না না..
না.নানা না না না না.নানা..
নানানা না না না.. নানা না না না না না..
না.নানা না না না না.নানা..
كلمات أغنية عشوائية
- ali as - wach كلمات أغنية
- aborym - for a better past كلمات أغنية
- to the wind - don't wanna know كلمات أغنية
- sada baby - skupac كلمات أغنية
- housefires - good good father translated in spanish كلمات أغنية
- sabino - big money كلمات أغنية
- hillsong united - touch the sky translated in spanish كلمات أغنية
- toluca lake - kicker كلمات أغنية
- michele bravi - shiver كلمات أغنية
- james vickery - lately كلمات أغنية