rupam islam - du'chokhe tor (unplugged) كلمات الأغنية
Loading...
ছুটে চলা সময়টা স্তব্ধ হোক
সম্মোহনের ভাষায় ডাকে আমায় তোর দু’চোখ
মন কেমনেরা বাড়ায় শুধু ভীড়
হৃদয়ের অলিগলি পথে একা হাঁটি মুসাফির
কেন হায় ঘুম ভেঙে যায়, আর আমার একলা ঘর
আঁধারে আমি যাই ডুবে, হয়ে নিজের সহচর
তবু ফের দেখি স্বপ্ন, ভাবি তোকে যে আবার
সত্যি নয়, তবু স্বপ্নে ফের হয়ে যাস আমার
বুকের ভেতর অবাক সফর
থমকে প্রহর দু’চোখে তোর
কথা নেই, তবু আসবি তুই বোধ হয়
বিমূর্ত যত ভালো লাগা সাজাই তারায় তারায়
চরাচর জুড়ে ছড়ায় কি আবেশ
প্রতিবারে হৃদস্পন্দনে আমি হচ্ছি নিরুদ্দেশ
কেন হায় ঘুম ভেঙে যায়, আর আমার একলা ঘর
আঁধারে আমি যাই ডুবে, হয়ে নিজের সহচর
তবু ফের দেখি স্বপ্ন, ভাবি তোকে যে আবার
সত্যি নয়, তবু স্বপ্নে ফের হয়ে যাস আমার
বুকের ভেতর অবাক সফর
থমকে প্রহর দু’চোখে তোর
বুকের ভেতর অবাক সফর
থমকে প্রহর দু’চোখে তোর
كلمات أغنية عشوائية
- kiddix - leak كلمات الأغنية
- kwam.e & lalictm - maybach lali كلمات الأغنية
- hentai corporation - no more love كلمات الأغنية
- homies (호미들) - d.i.e كلمات الأغنية
- turboflow 3000 (grc) - jack kerouac كلمات الأغنية
- atritas - divine apocalyptic gloom - endtime's dawn كلمات الأغنية
- kash pleen - bad كلمات الأغنية
- starzy nwafor - oniba ekun jafo كلمات الأغنية
- yoona - 좋은 사람 있으면 소개시켜줘 (introduce me a good man) كلمات الأغنية
- the walters - wishing well كلمات الأغنية