rupam islam - du'chokhe tor كلمات الأغنية
Loading...
ছুটে চলা সময়টা স্তব্ধ হোক
সম্মোহনের ভাষায় ডাকে আমায় তোর দু’চোখ
মন কেমনেরা বাড়ায় শুধু ভীড়
হৃদয়ের অলিগলি পথে একা হাঁটি মুসাফির
কেন হায় ঘুম ভেঙে যায়, আর আমার একলা ঘর
আঁধারে আমি যাই ডুবে, হয়ে নিজের সহচর
তবু ফের দেখি স্বপ্ন, ভাবি তোকে যে আবার
সত্যি নয়, তবু স্বপ্নে ফের হয়ে যাস আমার
বুকের ভেতর অবাক সফর
থমকে প্রহর দু’চোখে তোর
কথা নেই, তবু আসবি তুই বোধ হয়
বিমূর্ত যত ভালো লাগা সাজাই তারায় তারায়
চরাচর জুড়ে ছড়ায় কি আবেশ
প্রতিবারে হৃদস্পন্দনে আমি হচ্ছি নিরুদ্দেশ
কেন হায় ঘুম ভেঙে যায়, আর আমার একলা ঘর
আঁধারে আমি যাই ডুবে, হয়ে নিজের সহচর
তবু ফের দেখি স্বপ্ন, ভাবি তোকে যে আবার
সত্যি নয়, তবু স্বপ্নে ফের হয়ে যাস আমার
বুকের ভেতর অবাক সফর
থমকে প্রহর দু’চোখে তোর
বুকের ভেতর অবাক সফর
থমকে প্রহর দু’চোখে তোর
كلمات أغنية عشوائية
- woralom - ask.fm regulation // der abrechnung ihr tante sein bruder كلمات الأغنية
- +44 - baby come on (acoustic) كلمات الأغنية
- semiotics - diy death machine كلمات الأغنية
- alf prøysen - i bakvendtland كلمات الأغنية
- david kenned - as it should be to improve كلمات الأغنية
- quake matthews - down with the king كلمات الأغنية
- trip lee - i can wait كلمات الأغنية
- expression direkt - il était une fois la musique كلمات الأغنية
- money man - out the mud كلمات الأغنية
- household - trials كلمات الأغنية