
rupam islam - biplob كلمات أغنية
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…
শৈশব জঞ্জাল,
বেসামাল দিনকাল,
কৈশোর, যৌবন
জুড়ে দিচ্ছে সওয়াল ।
কত ধানে কত চাল,
কত চালে কত ভাত,
কোন চালে হবে মাত-
শাসকের অওলাধ ।
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…
(শৈশব… অওলাধ)
কতখানি ঔকাধ,
হবে ছাই বাড়া ভাত,
কত ভাতে খিদে মেটা সম্ভব-
সম্ভব সম্ভব সম্ভব সম্ভব সম্ভব সম্ভব
বাকিসব করে রব – বিপ্লব বিপ্লব বিপ্লব।
বাকিসব করে রব – বিপ্লব বিপ্লব বিপ্লব।
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…
নীতিবোধ জঞ্জাল,
স্বপ্নের ভড়সে-
হাতে তাল নকশাল
জীবন রহস্যের।
কত ভুলে কত ঠিক,
বলে ঠিক ধিক ধিক,
লক লক করে লোভ,
লোভে পড়ে চারিদিক।
কত ঘরে কত পেট,
কত মুখে কত গ্রাস,
সারি সারি মাথা হেঁট-
ভাঙা স্বপ্নের লাশ ।
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…
(কতখানি ঔকাধ… সম্ভব, বাকিসব… বিপ্লব।)
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…
বিপ্লব বিপ্লব বিপ্লব বিপ্লব…
كلمات أغنية عشوائية
- mikko joensuu - lake of fire كلمات أغنية
- jon langston - cigarettes and me كلمات أغنية
- charles bradley - victim of love (electric version) كلمات أغنية
- pearl jam - insignificance - live in katowice, poland, 16-june-2000 كلمات أغنية
- layungkidd - molly كلمات أغنية
- convolk - so sad, so sad كلمات أغنية
- ascent project - king of glory كلمات أغنية
- claudio lolli - viaggio كلمات أغنية
- efrim manuel menuck - a lamb in the land of payday loans كلمات أغنية
- trixie mattel - oh soldier كلمات أغنية