
rupam islam - aami tomaay bhalobashi, vol. 1 كلمات أغنية
আমি তোমায় ভালোবাসি, তোমায় ছোঁয়ার ইচ্ছে ঘুম তাড়াচ্ছে
দীর্ঘশ্বাস, এপাশ ওপাশ, হতাশ নড়াচড়ায়
আমি সাঁতরে উঠি চড়ায়, আমি জানি না কে করায়
মোটেই আমি না, কেউ আমায় দিয়ে, তোমার আঙ্গুল ধরায়
আমার বুকে উথাল পাথাল, আমি মদ না খেয়েও মাতাল
এখন কেটে যেতে পারেই এ তাল, যেমন কাটছে সময়
আমি জানি না ঠিক কি হয়, এটা দুঃসাহস নাকি ভয়
তোমার বাড়ির সামনে প্রলয়, সেই প্রলয়ে বানভাসি আমি
আমি তোমায় ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি
আমি তোমায় ভালোবাসি, শুধু তোমায় ভালোবাসি
চলি তোমায়, থামি তোমায়, আমি তোমায় ভালোবাসি
নতুন নিজস্বী upload_এ, কিম্বা ওয়ারিশবিহীন tag_এ
মান্ধাতার অধিকারবোধে, মাতি ঠেস মারনোর ত্যাগে
খুচরো প্রতিশোধের অনুরাগে, ছুপিয়ে নেওয়া rag_এ
ভুরু কুঁচকে গেলা রাগে, x_ray পেরোনো হাত ব্যাগে
যদি silencer থাকে, তুমি পরিয়ে নিয়ো নলে
আমার একটা দু’টো জীবন, খুন হোক নীরব রোষানলে
তুমি opposition হলেও, আমি বিক্রি তোমার দলে
ছলে, বলে ও কৌশলে, তোমায় ভালোবাসবো বলেই এসব
আমি তোমায় ভালোবাসি, তোমার রাত পোশাকের সুতো
পাঁচিল বেয়ে গোপন চোখের ছন্দ ভাঙে দ্রুত
পোশাকপটে স্বচ্ছ ফুলের আবেশী সব ছুতো
আমায় খুব গোপনে ছুঁতো, শ্যাওলা উঠোন ধুতো
তখন ভালোবাসাই হতো, প্রেম আবিল ও উদ্ধত
থতমত বলেই শ্লথ, ঠোঁটে ঠোঁটে অশ্রু যতো
মেশে আশ্লেষে তাই মিশি, আমি আমার দিবানিশি
জুড়ে স্নান করেছি বিষে, শুধু তোমায় ভালোবেসে
আমি তোমায় ভালোবাসি, তবু তোমায় ভালোবাসি
আমি তোমায় ভালোবাসি, তবু তোমায় ভালোবাসি
সস্তা তোমায়, দামি তোমায়, আমি তোমায় ভালোবাসি
كلمات أغنية عشوائية
- ópio165 - mar revolto كلمات أغنية
- lîl wålt - dreams كلمات أغنية
- redshft - caustics كلمات أغنية
- human collapse - novembersmile كلمات أغنية
- la tigresa del norte - fortalezas de carácter كلمات أغنية
- lynn anderson - strangers كلمات أغنية
- yeitsmebby - pros n' cons كلمات أغنية
- speed gang - my last song كلمات أغنية
- fred waring and the pennsylvanians - i wonder as i wander كلمات أغنية
- atlas end - wagds كلمات أغنية