rupam islam - aami aachhi كلمات الأغنية
Loading...
আমি আছি, আমি আছি
কেন আড়াল করতে চাও?
তোমার পাকস্থলীর ভেতর
আমায় খাবার করে নাও
আমি আছি, আমি আছি
হেই, কেন হঠাৎ ভুলতে চাও?
তোমার রাত জাগা কবিতা
অন্ত্যমিলে আমায় পাও
জানি তোমার চোখে আমার আঙ্গুল
তোমার কথায় হাজারটা ভুল
ধরতে আমি চাইনা, ধরতে হয়
এখনো তুমি আমায় চিনতে চাও না
এখনো তোমার বাক্স ভরা ভয়
এখনো তুমি অস্বীকারে বন্দী
জানো না তুমি নিজের পরিচয়
আমি আছি, আমি আছি
তোমার মোড়ের মাথার গান
তোমার খুনোখুনির গলি
তোমার থেঁতলে যাওয়া প্রাণ
আমি আছি, আমি আছি
তোমার প্রতিশোধের ভ্রূণ
তোমার শেষেও আমি থাকবো
তোমার চিতাতে আগুন
জানি তোমার চোখে আমার আঙ্গুল
তোমার কথায় হাজারটা ভুল
ধরতে আমি চাইনা, ধরতে হয়
এখনও তুমি আমায় চিনতে চাও না
এখনও তোমার বাক্স ভরা ভয়
এখনও তুমি অস্বীকারে বন্দী
জানো না তুমি নিজের পরিচয়
كلمات أغنية عشوائية
- the tower taniqles - home to you كلمات الأغنية
- mezcal - narices profundas كلمات الأغنية
- кирилл майский (kirill maisky) - фарами (headlights) كلمات الأغنية
- wahsan - bg3 freestyle كلمات الأغنية
- saloni thakkar - holi khel rahe nandlaal كلمات الأغنية
- achampnator - can you feel the love tonight كلمات الأغنية
- csr (첫사랑) (kor) - hbd to you (midnight sped up version) كلمات الأغنية
- los horóscopos de durango - que manera de perder كلمات الأغنية
- de hardheid - laat je tanden zien كلمات الأغنية
- andrenalin - затусили (we 've had a party) كلمات الأغنية